স্কুলে র‌্যাগিং! ক্লাস সিক্সের ছাত্রের শরীর সুঁচ ফোটানোর অভিযোগ

ক্লাস সিক্সের ছাত্র। ছাত্রর ওপর দিনের পর দিন ধরে  র‌্যাগিংয়ের অভিযোগ উঁচু ক্লাসের দাদাদের বিরুদ্ধে।

Updated By: Oct 4, 2018, 06:25 PM IST
স্কুলে র‌্যাগিং! ক্লাস সিক্সের ছাত্রের শরীর সুঁচ ফোটানোর অভিযোগ

 নিজস্ব প্রতিবেদন:  টাকা দিতে না চাওয়ায় সূচ ফুটিয়ে চম্পট। কাটোয়ার একটি স্কুলে র‌্যাগিংয়ের অভিযোগ উঠল।  ক্লাস সিক্সের ছাত্রের ওপর উচু ক্লাসের ছাত্রদের দাদাগিরি। শরীরে সুঁচ ফুটিয়ে দেওয়ার অভিযোগ। থানায় র‌্যাগিংয়ের এর অভিযোগ দায়ের। চাঞ্চল্য কাটোয়ার কাশীরামদাস বিদ্যায়তনে।

আরও পড়ুন: এবার এজেসি বোস ফ্লাইওভারে ঝরঝর করে ঝড়ে পড়ল বালি, সিমেন্ট!

ক্লাস সিক্সের ছাত্র। ছাত্রর ওপর দিনের পর দিন ধরে  র‌্যাগিংয়ের অভিযোগ উঁচু ক্লাসের দাদাদের বিরুদ্ধে। শরীরে সুঁচ ফুটিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য কাটোয়ার কাশীরাম দাস বিদ্যায়তনে। আক্রান্ত ছাত্রের চাঞ্চল্যকর অভিযোগ উঁচু ক্লাসের দাদাদের বিরুদ্ধে।ঘটনা প্রকাশ্যে আসতেই কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত ছাত্রের বাবা।

আরও পড়ুন: ফের আক্রান্ত প্রতিবাদী, জুয়া খেলার প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে মার

পুলিস স্কুলে গিয়ে তদন্ত শুরু করেছে। আরও এক ছাত্রের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে। পুলিস কথা বলেছে আক্রান্ত ছাত্রদের সঙ্গে। ঘটনায় উদ্বিঘ্ন অভিভাবক ও শিক্ষকরা।

.