বহিরাগতদের আনাগোনা, দিনের পর দিন হোমে নাবালিকাদের যৌন নির্যাতনের অভিযোগ
এ নিয়ে পুরুলিয়া জেলা আদালতের এক বিচারকের কাছেও অভিযোগ জানিয়েছেন আবাসিকরা।
নিজস্ব প্রতিবেদন: সরকারি জুভেনাইল হোমে আবাসিক নাবালিকাদের যৌন নির্যাতনের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার শিমুলিয়ায়। আনন্দমঠ জুভেনাইল সরকারি হোমের ঘটনা। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই হোম কর্তৃপক্ষের মদতে বহিরাগত কিছু যুবক হোমে এসে নাবালিকাদের ওপর যৌন নির্যাতন চালাচ্ছিল।
আরও পড়ুন: চা-দোকানে খুন্তি হাতে রাঁধলেন মমতা, খেলেন চা, শুনলেন আদিবাসীদের অভাব-অভিযোগও
এ নিয়ে পুরুলিয়া জেলা আদালতের এক বিচারকের কাছেও অভিযোগ জানিয়েছেন আবাসিকরা। অভিযোগের ভিত্তিতে হোমের সুপারিন্টেন্ডেন্ট-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে পুরুলিয়া সদর মহিলা থানার পুলিস। গোটা বিষয়ে মুখে কুলুপ হোম কর্তৃপক্ষের।
আরও পড়ুন: প্রাণ বাঁচাতে বাঘের সঙ্গে দীর্ঘক্ষণ মারপিট, তবু শেষরক্ষা হল না
এই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই, হোমে যান পুরুলিয়া জেলা আদালতের ওই বিচারক। আবাসিকদের সঙ্গে কথা বলেন তিনি। জেলা পুলিসকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। হোমের নাবালিকা আবাসিকদের মধ্যে অনেকের গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে। এনিয়ে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদও।
হোমকাণ্ডে আন্দোলনে নেমেছে বিজেপি। এনিয়ে পুরুলিয়া জেলা শাসকের দফতরের সামনে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ কর্মসূচি ছিল। কিন্তু তার আগেই মহিলা মোর্চার সভানেত্রী কাবেরী চ্যাটার্জিকে সদর থানার পুলিস আটক করে। এতে উত্তেজনা আরও বাড়ে।
থানার সামনে এদিন তুমুল বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। স্বভাবতই গোটা ঘটনাকে ঘিরে উত্তেজনা চরমে। তাদের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর অভিযোগ উঠলেও, হোম কর্তৃপক্ষ এনিয়ে মুখ খুলতে নারাজ।