Khejuri: খুন নাকি আত্মহত্যা? খেজুরিতে এবার বিজেপি কর্মীর রহস্যমৃত্যু
বাড়ির কাছেই পাওয়া গেল ঝুলন্ত দেহ।
নিজস্ব প্রতিবেদন: ফের বিজেপি কর্মীর রহস্য়মৃত্যু। বাড়ির কাছে পাওয়া গেল ঝুলন্ত দেহ। খুন নাকি আত্মহত্য়া? দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। কলকাতা কাশীপুরের এবার পূর্ব মেদিনীপুরের খেজুরি।
পুলিস সূত্রে খবর, মৃতের নাম দেবাশিস মান্না। বাড়ি, খেজুরি থানারই বালিচক গ্রামে। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। এদিন সকালে বাড়ির কাছেই গাছে বাঁশগোড়া বাজার সংলগ্ন এলাকায় গাছে দেবাশিসের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ফাঁস লাগানো ছিল গলায়! কীভাবে মৃত্যু? ঘটনার প্রকৃত তদন্তের দাবি তুলেছেন বিজেপি নেতৃত্ব। মুখে কুলুপ এঁটেছেন পরিবারের লোকেরা।
আরও পড়ুন: Belgharia Murder: বেলঘড়িয়ায় দলের কর্মী খুনের ঘটনায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
পুলিসের দাবি, কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কর্মী ছিলেন দেবাশিষ। দিন কয়েক আগে চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসেন তিনি। ছেলেকে বকাবকি করেছিলেন পরিবারের লোকেরা। এরপর নিজের অ্যাকাউন্ট থেকে ১০ হাজার তোলেন দেবাশিস। ৬ হাজার টাকা বাড়িতে দিয়ে, বাকি টাকা হাত খরচের জন্য নিজের কাছে রেখে দেন। পারিবারিক অশান্তির কারণেই আত্মহত্যা করেছেন ওই বিজেপি কর্মী।
আরও পড়ুন: Siliguri:পরকীয়ার জের! সাতসকালে নিজের মিলের মধ্যেই পিটিয়ে খুন বিজেপি কর্মী
এর আগে, শুক্রবার কলকাতার কাশীপুরে রেল কোয়ার্টারের পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় বিজেপি কর্মী অর্জুন চৌরাশিয়ার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় এলাকায়। ময়নাতদন্তের পর শেষকৃত্য হল এদিন।