'আজ না হয় কাল, কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে', CBI দফতরে হাজিরা নিয়ে অনুব্রতকে নিশানা দিলীপের

দিলীপ ঘোষ বলেন, আজ না হয় কাল সিবিআই দফতরে যেতে হবে অনুব্রত মণ্ডলকে

Updated By: Apr 10, 2022, 09:19 PM IST
'আজ না হয় কাল, কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে', CBI দফতরে হাজিরা নিয়ে অনুব্রতকে নিশানা দিলীপের

নিজস্ব প্রতিবেদন: আজ না হয় কাল, অনুব্রতকে সিবিআই দফতরে যেতেই হবে। সিবিআই দফতরে হাজিরা দেওয়া নিয়ে অনুব্রত মণ্ডলকে এভাবেই নিশানা করলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

রবিবার মেদিনীপুরের কেরানিতলায় রামনবমীর এক অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে গিয়ে উঠে আসে অনুব্রত মণ্ডল প্রসঙ্গ। এনিয়ে দিলীপ ঘোষ বলেন, আজ না হয় কাল সিবিআই দফতরে যেতে হবে অনুব্রত মণ্ডলকে। কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হল কীভাবে আইনের অপব্যবহার করা হচ্ছে।

প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি বলেন, যার কাছে টাকা আছে সে আইনকে যে ভাবে ইচ্ছে হয় সেভাবে ব্যবহার করতে চাইছে। এইসব লোকদের দেখলে বোঝা যায় অর্থ ও ক্ষমতার কাছে আইন কতটা দুর্বল। এটা আমাদের দেশের বিচার ব্যবস্থার পক্ষে ঠিক নয়। সাধারণ মানুষ সব রাস্তা হারিয়ে ফেললে আদালতে যায়। আদালত সেক্ষেত্রে সাহায্য করতে না পারলে বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা উঠে যাবে।

আরও পড়ুন-রামনবমীতে ভাটপাড়া থানার সামনে অস্ত্র হাতে মিছিলের অভিযোগ, শাস্তির হুঁশিয়ারি পুলিসের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.