Anubrata Mandol: দিল্লি যাওয়া ঠেকাতে ফের হাইকোর্টে অনুব্রত

গোরুপাচার মামলায় ইডি-র হাতে গ্রেফতার অনুব্রত। ধৃতকে দিল্লিতে নিয়ে যাওয়ার আবেদন মঞ্জুর করেছে আদালত। কেষ্ট-র বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্ট।

Updated By: Dec 20, 2022, 09:11 PM IST
Anubrata Mandol: দিল্লি যাওয়া ঠেকাতে ফের হাইকোর্টে অনুব্রত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ফের দিল্লি হাইকোর্টে অনুব্রত। রাউস অ্যাভিনিউ কোর্টের প্রোডাকশন ওয়ারেন্টকে চ্যালেঞ্জ করে মামলা করলেন তিনি। গোরুপাচার মামলায় দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশে স্থগিতাদেশ জারির আর্জি জানিয়েছেন তিনি। আগামিকাল, বুধবার মামলাটির শুনানি।

গোরুপাচার মামলায় কবে দিল্লিতে নিয়ে যাওয়া হবে? যেদিন প্রোডাকশন ওয়ারেন্ট জারি করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত, সেদিনই পুরনো মামলায় অনুব্রতকে গ্রেফতার করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিস। ১০ মিনিটেই শুনানি শেষ! এদিন ধৃতকে ৭ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন দুবরাজপুর আদালতের বিচারক। কেষ্ট-র দিল্লিযাত্রা ঠেকাতেই নাকি অতি সক্রিয় পুলিস! অভিযোগ তুলেছেন বিরোধীরা।

আরও পড়ুন: Anubrata Mandol: পার্টি অফিসে প্রাণে মেরে ফেলার চেষ্টা! অনুব্রতের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলকর্মীর

এর আগে, আসানসোল সংশোধানাগারে গিয়ে অনুব্রতকে জেরা করেছিলেন ইডি-র আধিকারিকরা।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, জেরায় কার্যত কোনও প্রশ্নেরই উত্তর দেননি কেষ্ট। শুধু ঘাড় নেড়েছেন! স্রেফ গ্রেফতারি নয়, কেষ্টকে দিল্লিতে নিয়ে যেতে চেয়ে রাজধানীর রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন করে ইডি। পাল্টা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রতও। 

শেষপর্যন্ত অবশ্য মামলাটি রাউস অ্যাভিনিউ আদালতেই ফেরত পাঠানো হয়। দিল্লিতে অনুব্রতের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। সেই প্রোডাকশন ওয়ারেন্টকে চ্য়ালেঞ্জ ফের দিল্লিতে হাইকোর্টে মামলা করলেন বীরভূমের তৃণমূল নেতা। 

চুপ করে বসে নেই ইডিও। গোরুপাচারকাণ্ডে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে আদালতে দ্বারস্থ হতে পারে তারা। এমনকী, হাইকোর্টে মামলা করা হতে পারে রাজ্য পুলিসের বিরুদ্ধেও! সূত্রের খবর তেমনই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.