Anubrata: কর্মী-খুনে দোষীরা গ্রেফতার না হলে 'ভয়ঙ্কর খেলা'র হুঁশিয়ারি কেষ্টর
বুধবার পশ্চিম বর্ধমানের বুদবুদের দেবশালা গ্রামে দুষ্কৃতীদের গুলিতে মারা যান তৃণমূল নেতা চঞ্চল বক্সি।
নিজস্ব প্রতিবেদন: দলীয় কর্মীকে খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারির জন্য ১৫ দিন সময় বেঁধে দিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। অন্যথায় 'ভয়ঙ্কর খেলা'র হুঁশিয়ারি দিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। খুনের ঘটনায় বিজেপির যোগ নেই বলে দাবি করেছে গেরুয়া শিবির।
বুধবার পশ্চিম বর্ধমানের বুদবুদের দেবশালা গ্রামে দুষ্কৃতীদের গুলিতে মারা যান তৃণমূল নেতা চঞ্চল বক্সি। বৃহস্পতিবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সেখানে তিনি বলেন,'এই খুন মেনে নেব না। পরিবারকে ভালো করে চিনি। গ্রামে কোনও শত্রু ছিল না।' এর পরই কেষ্টসুলভ হুঁশিয়ারি,'যে-ই মার্ডার করুক, যদি বিজেপি ভাবে আমি মার্ডার করব, তৃণমূল চুপচাপ থাকলেও কেষ্ট মণ্ডল চুপচাপ থাকবে না। আমি মৃত্যুর ভয় পাই না। ১৫ দিনের মধ্যে যদি দোষী ধরা না পড়ে, খুব ভয়ঙ্কর খেলা খেলে দিয়ে যাব। এ কিন্তু বলে গেলাম।'
পুলিসকেও সময় বেঁধে দিয়েছেন বলে জানিয়েছেন অনুব্রত (Anubrata Mondal)। তাঁর কথায়,'ছাড়নেওয়ালা ছেলে আমি নই। পুলিসকে যা বলার বলেছি। এসপি-কেও বলেছি। ১৫ দিনের মধ্যে দোষীকে গ্রেফতার করতে হবে। কোনও কাহিনি শুনব না। আমি চাই না অশান্তি হোক।' এই খুনে তৃণমূলের লোক যদি থাকে? কেষ্টর হুঙ্কার,'দলের কেউ থাকলে আগে গুলি করে মেরে দেওয়া উচিত।'
আরও পড়ুন- Suvendu: ফলপ্রকাশের পর তৃতীয়বার শাহি দরবারে বিরোধী দলনেতা, কী নিয়ে আলোচনা?
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)