আপার প্রাইমারির মেধাতালিকা প্রকাশে বাধা নেই, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

যদিও মেধা তালিকা প্রকাশ করলেও এখনই নিয়োগ করতে পারবে না কমিশন। 

Reported By: শ্রাবন্তী সাহা | Updated By: Nov 1, 2019, 04:01 PM IST
আপার প্রাইমারির মেধাতালিকা প্রকাশে বাধা নেই, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

শ্রাবন্তি সাহা: আপার প্রাইমারির নিয়োগের মেধাতালিকা প্রকাশে বাধা নেই, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১৮ নভেম্বরের মধ্যে রাজ্যের স্কুলগুলোতে আপার প্রাইমারির (পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত) কর্মশিক্ষা ও শারীর শিক্ষার জন্য শিক্ষক নিয়োগে মেধাতালিকা প্রকাশ করতে পারবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

যদিও মেধা তালিকা প্রকাশ করলেও এখনই নিয়োগ করতে পারবে না কমিশন। ২০১৬ সালে আপার প্রাইমারির শারীর শিক্ষা ও কর্মশিক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর ২০১৮ সালে ফল প্রকাশে দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টের দারস্থ হন পরীক্ষার্থীদের একাংশ।

আরও  পড়ুন: সংখ্যালঘুদের গরিব, ক্রিমিনাল অশিক্ষিত করে রেখেছেন দিদিমণি

সেই মামলায় বিচারপতি শেখর ববি শরাফ নির্দেশ দেন বিজ্ঞপ্তির সব নিয়োগই বন্ধ থাকবে। ফলে আপার প্রাইমারিতে এই দুই বিষয়ে মেধাতালিকা প্রকাশ বন্ধ হয়ে যায়। ২০১৮ সালে নভেম্বর মাসে তাকে চ্যালেঞ্জ করে মামলা করেন পরীক্ষার্থীরা। তাদের  দাবি ছিল মেধা তালিকা বের করতে হবে। 

সেই মামলায় আজ বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দেন,  দুই বিষয়ের ইন্টারভিউ এর তালিকা প্রকাশ করা যাবে। তবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত নিয়োগ করা যাবে না।

.