Asansol: আসানসোলে বিজেপির হোর্ডিং খুলে দিচ্ছে তৃণমূল; পাল্টা ব্যবস্থা নেব, হুঁশিয়ারি অগ্নিমিত্রার
হোর্ডিং খোলার বিষয়টি নির্বাচন আধিকারিক ও পুলিস কমিশনারের কাছ অভিযোগ করেছেন বলে জানিয়েছেন অগ্নিমিত্রা
নিজস্ব প্রতিবেদন: উপ-নির্বাচনের প্রচারে উত্তাপ বাড়ছে আসানসোল। বাবুল সুপ্রিয়র ছেড়ে যাওয়া এই আসনে এবার তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আর তাঁর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন বিজেপির অগ্নিমিত্রা পল। আর প্রচারের উত্তাপের মধ্যেই তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী।
আসানসোলে তাঁর দেওয়া প্রচার হোডিং খুলে ফেলছে তৃণমূল। এমনটাই অভিযোগ করলেন অগ্নিমিত্রা। শুধু তাই নয়, এভাবে চললে পাল্টা ব্যবস্থা তিনিও নেবেন বলে হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী। শহরের বস্তিন বাজারের কাছে জিটি রোডের উপরে লাগানো বিজেপির হোর্ডিং তৃণমূল কর্মীরা খুলে নিয়েছে বলে অভিযোগ করেন অগ্নিমিত্রা।
বিজেপি প্রার্থী বলেন, তৃণমূল কংগ্রেস যদি এভাবে হোর্ডিং খুলে দেয় তাহলে তৃণমূলের হোর্ডিংও খুলে দিতে পিছপা হবে না বিজেপি। তাতে যদি দুই দলের মধ্যে ঝামেলা হয় হোক। এত আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে।
হোর্ডিং খোলার বিষয়টি নির্বাচন আধিকারিক ও পুলিস কমিশনারের কাছ অভিযোগ করেছেন বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। এদিকে, ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মিডিয়াকে বা পাবলিককে বলে কোনও লাভ নেই। ঠিক জায়গায় অভিযোগ করুন। নির্বাচন কমিশনকে অভিযোগ করুন। তারা তদন্ত করে দেখবে।
আরও পড়ুন-'নমস্কার, হামারা দেশ অর পুরা বিশ্ব...', ফোনে আর শোনা যাবে না অমিতাভের এই ঘোষণা?