অনুব্রতর গড়ে বড় ধাক্কা গেরুয়া শিবিরে, তৃণমূলে যোগ দিলেন কয়েক হাজার বিজেপি সমর্থক
বুদ্ধদেব হাঁসদাকে জেলা কমিটির তৃণমূল সংগঠনে বড় দায়িত্ব দেওয়া হবে বলে জানান অনুব্রত
নিজস্ব প্রতিবেদন: গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন প্রায় ৩ হাজার বিজেপি সমর্থক।
শুক্রবার বোলপুরে তৃণমূলের প্রধান কার্যালয়ে ওইসব বিজেপি কর্মী-সমর্থকের হাতে ঘাসফুল পতাকা তুলে দেন অনুব্রত মণ্ডল। বিজেপির ওইসব কর্মী-সমর্থক মূলত বোলপুর ব্লকের পাঁচশোয়া ও সিয়ান মুলুক অঞ্চলের।
আরও পড়ুন-BJP বিধায়কদের ইস্তফা মঞ্জুর স্পিকারের, তৃণমূল থেকে ৮ কমিটির চেয়ারম্যান
এদিন অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূলে যোগদান করেন বাম জমানায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও বীরভূম জেলার অন্যতম সিপিএম নেতা মনসা হাঁসদা ছেলে বুদ্ধদেব হাঁসদা।
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল এদিন বলেন, বিধানসভা নির্বাচনে বিজেপি নেতাদের প্ররোচনায় পা দিয়ে প্রচুর মানুষ বিজেপি করেছিল। তারা নিজেদের ভুল বুঝতে পেরে শাসকদলে শামিল হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যেভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়নের শরিক হতেই এই যোগদান পর্ব।
আরও পড়ুন-সোমবার থেকে শুরু উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, জানালেন Bratya
বুদ্ধদেব হাঁসদা বলেন, বাবা সকলের জন্য কাজ করেছেন। নিজের জন্য করেননি। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে সেই কাজই নতুন করে করতে চাই। তাই পেছনে ফিরে তাকানোর কোনও জায়গা নেই। প্রসঙ্গত,বুদ্ধদেব হাঁসদাকে জেলা কমিটির তৃণমূল সংগঠনে বড় দায়িত্ব দেওয়া হবে বলে জানান অনুব্রত।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)