PM Awas Yojana Scam: আবাস যোজনার দুর্নীতিতে সরকারি আধিকারিকরাও জড়িত, বিস্ফোরক তৃণমূল বিধায়ক

আবাস যোজনায় দুর্নীতি নিয়ে বেকায়দায় রাজ্য সরকার। বেনিয়মের অভিযোগ উঠছে শাসকদলের নেতাদের বিরুদ্ধেও। এনিয়ে এবার বেফাঁস মন্তব্য করে বসলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল। এনিয়ে শুরু হয়ে গেল বিতর্ক। তৃণমূল বিধায়কের দাবি, আবাস যোজনায় সরকারি আধিকারিকরাও জড়িত। আমাদের মধ্য়েও অনেক সুযোগসন্ধানী রয়েছেন।

Updated By: Jan 7, 2023, 05:37 PM IST
PM Awas Yojana Scam: আবাস যোজনার দুর্নীতিতে সরকারি আধিকারিকরাও জড়িত, বিস্ফোরক তৃণমূল বিধায়ক

শুভাশিস মণ্ডল: আবাস যোজনায় দুর্নীতি নিয়ে বেকায়দায় রাজ্য সরকার। বেনিয়মের অভিযোগ উঠছে শাসকদলের নেতাদের বিরুদ্ধেও। এনিয়ে এবার বেফাঁস মন্তব্য করে বসলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল। এনিয়ে শুরু হয়ে গেল বিতর্ক। তৃণমূল বিধায়কের দাবি, আবাস যোজনায় সরকারি আধিকারিকরাও জড়িত। আমাদের মধ্য়েও অনেক সুযোগসন্ধানী রয়েছেন।

আরও পড়ুন-জঙ্গি কার্যকলাপে জড়িত! খিদিরপুর থেকে গ্রেফতার হাওড়ার ২ যুবক

শনিবার শ্যামপুর বাজারে 'দিদির সুরক্ষা কবচ' প্রকল্পের প্রচার নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল বিধায়ক বলেন, এতবড়  একটা কর্মযজ্ঞ, সরকারি স্তরে বিডিও ভুল করতে পারে।  আমাদের মধ্যেও তো সুযোগসন্ধানী রয়েছে। দলকে বিড়ম্বনায় বিড়ম্বনায় ফেলার চেষ্টা করেনি! অনেক আধিকারিক রয়েছে দেখবেন, সে নিজে এনকোয়ারি করেছে পরে কৈফিয়ত দিতে পারেনি। বিডিও যে আধিকারিকে পাঠিয়েছেন তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নীতি করেছেন। সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্যও অনেরকিছুই করা হচ্ছে। 

কালীপদবাবু আরও বলেন, বিডিওকে বলেছিল, এনকোয়ারি করুন। যদি মনে করেন বাদ পড়া উচিত, বাদ দেবেন! পাশাপাশি ক্ষুব্ধ মানুষদের উচিত পঞ্চায়েতে বিক্ষোভ না দেখিয়ে বিডিও অফিসে বিক্ষোভ দেখানো। 

এনিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, তৃণমূলের নেতারা এখন চেষ্টা করছে তাদের অপকর্মের দায় এখন সরকারি আধিকারিকদের উপরে চাপিয়ে দিচ্ছে। একদিকে সরকার কর্মীদের ডিএ দিচ্ছেন না, পেনশনভোগীদের প্রতারণা করছেন। আবার অন্যদিকে, ওইসব আধিকারিকদের দুয়ারে সরকারে নিয়ে গিয়ে তাদের বিক্ষোভের মধ্যে ফেলে দিচ্ছেন।  এই দুর্নীতির সঙ্গে তৃণমূল ঘনিষ্ঠ সরকারি আধিকারিকরা যুক্ত আছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.