প্রণবের স্মরণে গাইলেন বাবুল, রিটুইট মোদীর

উল্লেখ্য, গতকাল প্রণব মুখোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠানের দিনই গানটি প্রকাশিত হয়েছে। গানটি পোস্ট করে বাবুল লিখেছেন, "প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আমার বিনীত শ্রদ্ধা।" সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়কেও। কেন? 

Updated By: Sep 10, 2020, 11:07 PM IST
প্রণবের স্মরণে গাইলেন বাবুল, রিটুইট মোদীর

নিজস্ব প্রতিবেদন: 'ধায় যেন মোর সকল ভালবাসা' রবীন্দ্র সঙ্গীতের মধ্যে দিয়ে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার নিজের টুইটারে সেই মিউজিক ভিডিওটি পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়৷ আর তাঁর গানটি নিজের টুইটারে শেয়ার করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

উল্লেখ্য, গতকাল প্রণব মুখোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠানের দিনই গানটি প্রকাশিত হয়েছে। গানটি পোস্ট করে বাবুল লিখেছেন, "প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আমার বিনীত শ্রদ্ধা।" সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়কেও। কেন? 

বাবুলের গান বেশ বরবারই পছন্দ করতেন প্রণববাবু। আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর জানান, প্রণববাবু মারা যাওয়ার পরে তাঁর বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন বাবুল, তখনই প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় আবারও তাঁকে সেকথা মনে করিয়ে দেন তিনি। এরপরই এই গানটির মাধ্যমেই প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় মন্ত্রী৷ আর সেকারণেই অভিজিৎ মুখোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন বাবুল। 

আরও পড়ুন:  স্যার আইপ্যাক থেকে বলছি, TMC নেতাদের ফোন করে তথ্য সাবাড় করল আইটি সেল!

.