Crorepati : রাজমিস্ত্রি থেকে রাতারাতি কোটিপতি বালুরঘাটের সুজয়

লটারির টিকিট কাটার নেশা ছিল সুজয়ের

Updated By: Oct 31, 2021, 01:04 PM IST
Crorepati : রাজমিস্ত্রি থেকে রাতারাতি কোটিপতি বালুরঘাটের সুজয়
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : রাতারাতি বদলে গেল ভাগ্য। রাজমিস্ত্রি থেকে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন বালুরঘাটের সুজয়। 

পরিবারে অনটন নিত্যসঙ্গী। তার উপর বাবা অসুস্থ। সংসারের আর্থিক সমস্যা কাটাতে তাই কলেজ ছাত্র সুজয় পাহান পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন। এর পাশাপাশি লটারির টিকিট কাটার নেশা ছিল সুজয়ের। যদিও লটারিতে আর্থিক ঝুঁকি থাকে, তবুও ভালো কিছু হবে এই আশাতেই মাঝেমধ্যেই লটারির টিকিট কাটতেন সুজয়।

আরও পড়ুন, Local Train Time Table: চাকা গড়াল লোকালের, জেনে নিন হাওড়া ডিভিশনের পূর্ব,দক্ষিণ-পূর্ব শাখার সময়সূচি

শেষে শনিবার বাজিমাত হয়। শনিবারের কাটা টিকিটে রবিবার সকালে রাতারাতি কোটিপতি হয়ে যান সুজয়। এই খবর চাউর হতেই ভিড় জমে যায় বাড়িতে। রাতারাতি ঘরের ছেলে কোটিপতি হয়ে যাওয়ায় বেজায় খুশি পরিবারের লোকেরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)