মেয়ের খুনে অভিযুক্তদের হুমকি, মানসিক চাপে আত্মঘাতী প্রৌঢ়
২০১৫ সালে বারাসতের গৃহবধূকে চেয়ারে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ। তাঁর ৫ বছরের শিশুর সামনেই ঘটে এই ঘটনা। শিশুর বয়ানের ভিত্তিতে গ্রেফতার করা হয় মৃতার স্বামী সহ ৫জন অভিযুক্তকে।
নিজস্ব প্রতিনিধি: মেয়ের ‘খুনী’দের লাগাতার হুমকি। তীব্র মানসিক চাপে আত্মহত্যা বাবার। বারাসতের এক প্রৌঢ়ের আত্মহত্যার নেপথ্যে উঠে এল মর্মান্তিক কাহিনী।
আরও পড়ুন: বাপের বাড়িতে চরম নির্যাতনের শিকার সন্তান সহ স্বামী পরিত্যক্তা মহিলা
২০১৫ সালে বারাসতের গৃহবধূকে চেয়ারে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ। তাঁর ৫ বছরের শিশুর সামনেই ঘটে এই ঘটনা। শিশুর বয়ানের ভিত্তিতে গ্রেফতার করা হয় মৃতার স্বামী সহ ৫জন অভিযুক্তকে। সেই অভিযুক্তরা জামিন পাওয়ার পর থেকেই মৃতার বাবা-মাকে হুমকি দিতে থাকে বলে অভিযোগ।
আরও পড়ুন: আজ মরশুমের শীতলতম দিন, জাঁকিয়ে শীত আগামী সপ্তাহেই
মামলা তুলে নিতে চাপ দেওয়া হত বলেও অভিযোগ। বারবার পুলিসে জানিয়েও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ। তীব্র মানসিক চাপে আত্মহত্যা করেন বাবা। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে সোচ্চার এলাকাবাসী।