Bengal Weather Update: সামান্য বাড়ল তাপমাত্রা, শীতের আমেজ জারি রাজ্যে
দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যা গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ভারতের উপকূলের দিকে চলে যাবে মঙ্গলবারের মধ্যে। যদিও এর সরাসরি প্রভাব এরাজ্যে পড়বে না বলেই জানা গিয়েছে। মাঝে দুই একদিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
অয়ন ঘোষাল: গতকালের তুলনায় সামান্য বেড়ে আজ তাপমাত্রা ১৬ ডিগ্রি। শীতের আমেজ বহাল রয়েছে রাজ্যে। যদিও দিনের তাপমাত্রায় পতন লখ্য করা গিয়েছে। ২৮.২ ডিগ্রি থেকে কমে কাল দিনের তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কমে হয়েছে ৩৬ শতাংশ। আপাতত আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার খুব বেশি উত্থান পতনের সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।
জাঁকিয়ে শীত কবে আসবে সেই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে কলকাতায় জাঁকিয়ে শীত আসতে এখনো দিন দশেক দেরী। আগামী রবিবার পর্যন্ত কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে ১৫ অথবা ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের জেলায় এই তাপমাত্রা আগামি কয়েক দিন ১১ অথবা ১২ ডিগ্রির ঘরে থাকবে।
আরও পড়ুন: Nisith Pramanik: কাচের ঘরের মতো ভেঙে পড়তে পারে তৃণমূল, যোগাযোগ রাখছেন ৪০-৪৫ বিধায়ক: নিশীথ
দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যা গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ভারতের উপকূলের দিকে চলে যাবে মঙ্গলবারের মধ্যে। যদিও এর সরাসরি প্রভাব এরাজ্যে পড়বে না বলেই জানা গিয়েছে। মাঝে দুই একদিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।