অনাস্থার আগেই 'জোর ধাক্কা' অর্জুনের, বাতিল ভাটপাড়া পুরসভার বাজেট অধিবেশন

উপ পুরপ্রধান সোমনাথ তালুকদার জানিয়েছেন, যতক্ষণ না অর্জুন সিং আস্থা ভোটে জিতে আসছেন, ততক্ষণ পর্যন্ত পুরপ্রধানের ডাকা কোনও মিটিংয়ে যোগ দেবেন না তাঁরা।

Updated By: Mar 27, 2019, 07:48 PM IST
অনাস্থার আগেই 'জোর ধাক্কা' অর্জুনের, বাতিল ভাটপাড়া পুরসভার বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদন : ভেস্তে গেল ভাটপাড়া পুরসভার বাজেট অধিবেশন। পুর চেয়ারম্যান অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা থাকায় বাজেট অধিবেশন করার অনুমতি মেলেনি। অন্যদিকে অর্জুন বিরোধী তৃণমূল কাউন্সিলরদের বক্তব্য, আগে আস্থা ভোটে জিতে আসুক অর্জুন, তারপর অধিবেশন হবে।

চেয়ারম্যান অর্জুন সিং বিজেপিতে চলে গিয়েছেন। সে কারণে ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলরদের একাংশ অর্জুনের বিরুদ্ধে অনাস্থা আনেন। এরইমধ্যে বুধবার দুপুর ১টায় পুরসভার বাজেট অধিবেশনের ডাক দেন অর্জুন। কিন্তু, পুরসভার এগজিকিউটিভ অফিসার ভাস্কর চক্রবর্তী জানান, অনাস্থা প্রস্তাব আসায় এভাবে পুরপ্রধান কোনও অধিবেশন ডাকতে পারেন না। অধিবেশন ডাকতে হলে তাঁকে জেলাশাসকের অনুমতি নিতে হবে।

আরও পড়ুন, 'আমার ফোন ট্যাপড, RSS-এর লোক স্পেশাল অবজার্ভার'! বিস্ফোরক মমতা

সে অনুমতি মেলেনি। তাই ভেস্তে যায় ভাটপাড়া পুরসভার বাজেট অধিবেশন। এই প্রসঙ্গে উপ পুরপ্রধান সোমনাথ তালুকদার জানিয়েছেন, যতক্ষণ না অর্জুন সিং আস্থা ভোটে জিতে আসছেন, ততক্ষণ পর্যন্ত পুরপ্রধানের ডাকা কোনও মিটিংয়ে যোগ দেবেন না তাঁরা। সব মিলিয়ে শিকেয় বাজেট। শিকেয় ভাটপাড়া পুরসভার ভবিষ্যত্‍।

.