পাহাড়ে বনধ উঠছে না: বিমল গুরুং

Updated By: Sep 1, 2017, 10:17 AM IST
পাহাড়ে বনধ উঠছে না: বিমল গুরুং

ওয়েব ডেস্ক: বন্‍ধ প্রত্যাহার নিয়ে মোর্চার মধ্যে ফাটল স্পষ্ট। বনধ প্রত্যাহারের প্রশ্নই নেই। জানিয়েছেন মোর্চা নেতা বিমল গুরুং। প্রয়োজনে আইনের সাহায্য নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিনয় তামাং ও অনিত থাপাকে সাসপেন্ড করা হবে বলে জানিয়েছেন রোশন গিরি।

বনধ ঘোষণার পরেই পাহাড়ে অশান্তির আঁচ। বনধ-এর সমর্থনে পাহাড়ের একাধিক জায়গায় বিক্ষোভ হয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মোর্চা নেতা বিনয় তামাংয়ের বাড়িতে হামলা হয়। ভাঙচুর করা হয় বিনয়ের বাড়ি। অশান্তি ছড়ায় কালিম্পং-কার্সিয়ঙেও। দোকান ভাঙচুর হয়। হামলা হয় SDPO-র গাড়িতে।

ভাঙড়ের শিশুহত্যার কিনারা করে ফেলল পুলিস

বৃষ্টি-বন্যার কারণে বন্ধ একের পর এক সাবস্টেশন, উত্সবের আগে চিন্তায় রাজ্য বিদ্যুত্ দফতর

.