Birbhum: 'আমার ওসি খুব ভালো! আমাদের নেতৃত্বের সাথে লিয়াজো রেখে চলবেন,' তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক

 'খুব ভালো আমাদের ওসি। দুবরাজপুরে ছিল। এখন এখানে এসেছে। ভালো কাজ করবে বলে এখানে পাঠানো হয়েছে।' 

Updated By: Apr 13, 2023, 03:32 PM IST
Birbhum: 'আমার ওসি খুব ভালো! আমাদের নেতৃত্বের সাথে লিয়াজো রেখে চলবেন,' তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক

প্রসেনজিত্ মালাকার: ওসিকে সাদরে পাশে বসিয়ে 'ভালো' সার্টিফিকেট তৃণমূল নেতার। একইসঙ্গে 'আমার ওসি' বলে সম্বোধন! সেইসঙ্গে ওসিকে নির্দেশ দিলেন তৃণমূলের সঙ্গে 'লিয়াজো' রেখে চলারও! তৃণমূল নেতার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই দেখা দিয়েছে বিতর্ক। শুরু হয়ে গিয়েছে শোরগোল। প্রশ্ন চিহ্নের মুখে বীরভূম জেলা পুলিসও। 

আজ বীরভূমের সাঁইথিয়াতে 'দিদির দূত' কর্মসূচিতে গিয়েছিলেন সিউড়ির বিধায়ক তথা বীরভূম তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী। সেখান থেকেই তিনি যান সাঁইথিয়া হাসপাতালে। সেখানে বিএমওএইচ দফতরে বসে একাধিক অভিযোগ শোনেন বিকাশবাবু। এরপরই সাঁইথিয়া থানার ওসি আফরোজ আলিকে ডেকে পাঠান তিনি। সেখানে বসেই দুজনের মধ্যে শুরু হয় কথোপকথন। তখনই ওসিকে পাশে বসিয়ে বিকাশ রায় চৌধুরী 'আমার ওসি' বলে সম্বোধন করেন। 'ভালো' সার্টিফিকেট দেন। একইসঙ্গে নির্দেশ দেন, 'আমাদের নেতৃত্বের সাথে লিয়াজো রেখে চলবেন।'

বিকাশবাবুর সাথে বিএমওএইচ-এর অফিসে উপস্থিত ছিলেন সাঁইথিয়া শহরের তৃণমূল নেতৃত্ব। সেখানেই তিনি নতুন ওসির সাথে আলাপ করিয়ে দেন তৃণমূল নেতৃত্বের। বলেন, 'খুব ভালো আমাদের ওসি। দুবরাজপুরে ছিল। এখন এখানে এসেছে। ভালো কাজ করবে বলে এখানে পাঠানো হয়েছে।' যা শুনে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।  বিরোধীদের দাবি, পুলিস যে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, এটাই তার প্রমাণ। উল্লেখ্য, গতকাল-ই সাঁইথিয়া থানায় পোস্টিং হয়েছে ওসি আফরোজ আলির। এর আগে তিনি ছিলেন দুবরাজপুরে।

প্রসঙ্গত, দুদিন আগে বাঁকুড়ার সোনামুখী থানার  আইসি-কে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়াল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেন,'তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার। তোরা এই গ্রাম বাংলার মা বোনেদের হুমকি দিবি! তোর ঘরে মা বোন নেই? তোরা নিজেদের ঘরের মা বোনেদের বিক্রি করিস বলে এখানের মা বোনেদের টাকা চুরি করবি?' এরপর গতকাল-ই লাভপুর থানার আইসি ও বীরভূমের এসপির সামনে একের পর এক হুঁশিয়ারি দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে বলতে শোনা যায়, 'কত বড় বাপের বেটা...কীভাবে সাইজ করতে হয়, জানা আছে। কোনও কর্মীর গায়ে যদি হাত পড়ে, তবে সেই হাতের ব্যবস্থা করবে বিজেপি। যদি ইট মারেন পাথর কিন্তু খেতে হবে।'

আরও পড়ুন, Lovely Maitra: অভিনেতা বিধায়ক লাভলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, জল গড়াল আদালত পর্যন্ত!
 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.