পুনর্গণনা হলে বদলে যাবে ফল, হাইকোর্টে জলপাইগুড়ি সদরের বিজেপি প্রার্থী সৌজিত সিংহ

জলপাইগুড়ি(Jalpaiguri) সদর কেন্দ্রে সৌজিত সিংহের মনোনয়ন নিয়ে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি সমর্থকদের একাংশ

Updated By: Jul 3, 2021, 10:20 PM IST
পুনর্গণনা হলে বদলে যাবে ফল, হাইকোর্টে জলপাইগুড়ি সদরের বিজেপি প্রার্থী সৌজিত সিংহ

নিজস্ব প্রতিবেদন: হাজারেরও কম ভোটে হার। পুনর্গণনার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে গেলেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহ।

আরও পড়ুন-Madhyamik Exam: পরীক্ষা না হলেও পড়ুয়াদের দেওয়া হবে Admit Card  

বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার কাছে মাত্র ৯৪১ ভোটে পরাজিত হন বিজেপি প্রার্থী সৌজিত সিংহ(Soujit Singha)। তারপর থেকেই ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে আসছেন সৌজিত। এবার সরাসরি আদালতের দ্বারস্থ হলেন তিনি। তাঁর দাবি, পুনর্গণনা হলে ফলাফলের ছবিটাই বদলে যাবে।

আরও পড়ুন-Franz Kafka: 'আস্ত পোকা' থেকে বিশ্ব উপন্যাসের অমর সৌধ

উল্লেখ্য, জলপাইগুড়ি(Jalpaiguri) সদর কেন্দ্রে সৌজিত সিংহের মনোনয়ন নিয়ে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি সমর্থকদের একাংশ। সৌজিতকে ওই কেন্দ্রে প্রার্থী করার প্রতিবাদে গত ১৯ মার্চ জলপাইগুড়িতে দলের কার্যালের সামনে বিক্ষোভ অবস্থানে বসে 'আদি বিজেপি'।  আগের দিন ওই এক দাবিতে দলী কার্যালয়ে ভাঙচুর চালায় দলের কর্মীদের একাংশ। তবে শেষপর্যন্ত দলের রাজ্য নেতৃত্ব সৌজিত ওই আসন থেকে সরায়নি।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.