WB Assembly Election 2021: তুলকালাম BJP-র জেলা দফতর, প্রার্থী বদলের দাবিতে অবস্থান বিক্ষোভে দলের নেতা-কর্মীরা

পেশায় আইনজীবী সৌজিত সিংহও দলের সক্রিয় কর্মী। বিভিন্ন সময়ে দলের কর্মসূচিতে তাঁকে দেখা গিয়েছে

Updated By: Mar 19, 2021, 04:12 PM IST
WB Assembly Election 2021: তুলকালাম BJP-র জেলা দফতর, প্রার্থী বদলের দাবিতে অবস্থান বিক্ষোভে দলের নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদন: বদল করতে হবে দলের প্রার্থী। গতকাল জলপাইগুড়িতে দলীয় কার্যালয় ভাঙচুরের পর আজ অবস্থান আন্দোলন শুরু করলেন ক্ষুব্ধ বিজেপি কর্মীরা। এনিয়ে ফের উত্তাল হল জলপাইগুড়ির জেলা বিজেপি সদর দফতর।

শুক্রবার দলীয় কার্যালয়ের সমানে বিক্ষোভ অবস্থানে বসেন পুরোন 'আদি বিজেপি' কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, জলপাইগুড়ি(Jalpaiguri) বিধানসভার প্রার্থী সৌজিত সিংহকে বাতিল করে দলের অন্য কোনও নেতাকে প্রার্থী করতে হবে। তা না হলে এই আন্দোলন আরও জোরদার করা হবে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রচারে গিয়ে বাধা পেলেন বাবুল, গাড়ি ঘিরে স্লোগান তৃণমূল যুবর

তাঁর বিরুদ্ধে হওয়া বিক্ষোভ নিয়ে আজ মুখ খোলেন সৌজিত সিংহ। তিনি বলেন, জলপাইগুড়ি জেলা সংগঠন এখন অনেক বেড়েছে। রাজ্যে আগামী দিনে সরকার গড়তে চলেছে বিজেপি(BJP)। দলের নেতা-কর্মীদের এই ক্ষোভ সাময়িক। আশাকরি এসব মিটে যাবে।

এনিয়ে বিজেপি যুব মোর্চার নেতা অপূর্ব রায় বলেন, আমাদের একটাই দাবি। দীপেন প্রামাণিককে এবার জলপাইগুড়ি বিধানসভা আসনে প্রার্থী করতে হবে।

আরও পড়ুন- India vs England: ম্যাচ জিতলেও সফ্ট সিগন্যাল নিয়ে ক্ষোভ প্রকাশ ভারত অধিনায়ক কোহলির

উল্লেখ্য, পেশায় আইনজীবী সৌজিত সিংহও দলের সক্রিয় কর্মী। বিভিন্ন সময়ে দলের কর্মসূচিতে তাঁকে দেখা গিয়েছে। দলের কর্মীদের বিরুদ্ধে বহু রাজনৈতিক মামলা লড়েছেন। কিন্তু এরকম এক সক্রিয় বিজেপি কর্মীকে প্রার্থী ঘোষণার পরও বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়েন দীপেন প্রামাণিকের অনুগামীরা। ওইসব বিক্ষোভকারীদের সব ক্ষোভ গিয়ে পড়েছে জেলা সভাপতি বাপী গোস্বামীর উপরে। তার নামের পোস্টার, ফেস্টুন নামিয়ে এনে তাতে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনা‌স্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। আগুন নেভাতে আসে দমকলের ২টি ইঞ্জিন। যদিও দমকল কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় বাসিন্দা‌রা‌ই আগুন আয়ত্বে এনে ফেলেন।

.