Kharagpur: দিলীপ বাণীতে ক্ষুব্ধ কাউন্সিলরের স্বামী, ক্ষমা না চাইলে দল ছাড়ার ইঙ্গিত

'আমরা বিজেপি, মহিলাদের সম্মান দিই', বললেন তিনি।

Updated By: Aug 10, 2021, 07:31 PM IST
Kharagpur: দিলীপ বাণীতে ক্ষুব্ধ কাউন্সিলরের স্বামী, ক্ষমা না চাইলে দল ছাড়ার ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদন: দিলীপ ঘোষকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। দাবি বিজেপির পশ্চিম মেদিনীপুরের জেলা সহ-সভাপতি সুখবীর সিং অটওয়ালের। স্পষ্টতই বললেন, 'আমরা বিজেপি, মহিলাদের সম্মান দিই। রাজ্য সভাপতি তথা সাংসদ হয়ে একজন মহিলার বিরুদ্ধে এত নোংরা কথা ওঁর মুখে শোভা পায় না। আমি চাই, আমার স্ত্রীর কাছে দিলীপবাবু ক্ষমা চান। যদি ক্ষমা না চান, তাহলে আমরা চিন্তাভাবনা করব'।

ঘটনার সূত্রপাত রবিবার। সেদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়গপুরের ২ নম্বর ওয়ার্ডে অসুস্থ কর্মীকে দেখতে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃষ্টির থেমে যাওয়ার পর ওই এলাকায় জল জমে রয়েছে এখনও। মেদিনীপুরের সাংসদকে সমস্যা কথা জানান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ করেন,  ভোটে জেতার পর থেকে বিজেপির কাউন্সিলর শুকরাজ কৌরকে আর এলাকায় দেখা যায়নি। দিলীপ ঘোষ বলেন, 'দরকার পড়লে কাউন্সিলরের বাড়ি সামনে গিয়ে দেখান। ওঁকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন। বাড়ির সামনে নোংরা ফেলে আসুন। সবকিছু কি দিলীপ ঘোষ করে দেবে! টাকাও দেব, আবার অভিযোগও শুনতে হবে'! 

আরও পড়ুন:Balurghat: নিরাপত্তা দিতে হবে, কাজ বন্ধ করে বিক্ষোভে ১১ পঞ্চায়েতের কর্মীরা

কাউন্সিলর স্ত্রীকে 'কুরুচিকর ভাষা'য় আক্রমণের অভিযোগ তুলে দিলীপ ঘোষের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির জেলা সহ-সভাপতি সুখবীর সিং অটওয়াল। তিনি নিজেও একসময়ে ওই ওয়ার্ডেরই কাউন্সিলর ছিলেন। সুখবীর সিং অটওয়ালের অভিযোগ, 'আমাকে বা আমার স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করতে পারতেন। বিরোধীদের কথা শুনে দিলীপবাবু আমার স্ত্রীকে ল্য়াম্পপোস্টে বেঁধে রাখতে বলেছেন'। বললেন, 'এটা বরদাস্ত করব না। আমরা বিজেপি,  মহিলাদের সম্মান দিই। আমি চাই, আমার স্ত্রীর কাছে দিলীপবাবু ক্ষমা চান। যদি ক্ষমা না চান, তাহলে আমরা চিন্তাভাবনা করব'। 

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.