Balurghat: নিরাপত্তা দিতে হবে, কাজ বন্ধ করে বিক্ষোভে ১১ পঞ্চায়েতের কর্মীরা

বিক্ষোভকারী সরকারি কর্মীরা জানান, এখন মাঝেমধ্যেই পঞ্চায়েতের সরকারী কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এনিয়ে তারা নিরাপত্তা অভাব বোধ করছেন

Updated By: Aug 10, 2021, 03:46 PM IST
Balurghat: নিরাপত্তা দিতে হবে, কাজ বন্ধ করে বিক্ষোভে ১১ পঞ্চায়েতের কর্মীরা

নিজস্ব প্রতিবেদন: মারধর করার প্রতিবাদে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন পঞ্চায়েত কর্মীরা।

মঙ্গলবার দুপুরে বালুরঘাট স্টেডিয়ামে জমায়েত হয়ে বিক্ষোভ দেখালেন বালুরঘাটের বিভিন্ন পঞ্চায়েতের কর্মীরা। সরকারি কর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে জেলা শাসক সহ বিভিন্ন আধিকারিক এর কাছে লিখিতভাবে অভিযোগ জানান সরকারি কর্মীরা।

আরও পড়ুন-Fraud Case: আর্থিক প্রতারণার অভিযোগ, সল্টলেকের কল সেন্টারে পুলিসি হানা, গ্রেফতার ৯

এদিকে সরকারি কর্মীদের ওপর মারধর করার অভিযোগে বালুরঘাট ব্লকের ১১টি পঞ্চায়েত কর্মীরা আজ কাজ বন্ধ রেখেছেন। প্রসঙ্গত, গতকাল বোল্লা গ্রাম পঞ্চায়েতের সরন গ্রাম এলাকায় এক পঞ্চায়েত কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে এক রাজনৈতিক দলের সমর্থকদের বিরুদ্ধে।

আরও পড়ুন-মাস্টার প্ল্যান ছাড়া ঘাটালকে বাঁচানো সম্ভব নয়, কেন্দ্রে প্রতিনিধি দল পাঠাব: Mamata  

বিক্ষোভকারী সরকারি কর্মীরা জানান, এখন মাঝেমধ্যেই পঞ্চায়েতের সরকারী কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এনিয়ে তারা নিরাপত্তা অভাব বোধ করছেন। সেই ঘটনার প্রতিবাদে আজ জেলাশাসক সহ পঞ্চায়েত আধিকারিকাকের কাছে লিখিতভাবে ডেপুটেশন দিলেন সরকারি কর্মীরা।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.