শহিদ সুবোধ ঘোষের অন্ত্যেষ্টিতে বিজেপি সাংসদকে ঢুকতে বাধা, টুইটে ক্ষোভ রাজ্যপালের

দুই দলের সঙ্গে পুলিস বৈষম্যমূলক আচরণ করেছে বলেই অভিযোগ রাজ্যপালের

Updated By: Nov 17, 2020, 09:24 AM IST
শহিদ সুবোধ ঘোষের অন্ত্যেষ্টিতে বিজেপি সাংসদকে ঢুকতে বাধা, টুইটে ক্ষোভ রাজ্যপালের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ফের রাজ্যসরকার এবং রাজ্য পুলিসকে কাঠগড়ায় তুললেন রাজ্যপাল। শহিদ সুবোধ ঘোষের অন্ত্যেষ্টিতে বিজেপি সাংসদকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে পরপর টুইটে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। লিখেছেন  'বিজেপি সাংসদের সঙ্গে ব্যবহার পুলিসকর্তাদের কর্তব্যচ্যুতি' 'শাসক দলের সাংসদ অতিথি, বিরোধী সাংসদ অনাহূত!' 

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিচ্ছেন ১০২ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর রিঙ্কু নস্কর

ওই ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। ধনখড়ের অভিযোগ, একদিকে ওই অনুষ্ঠানে স্বাগত জানানো হচ্ছে শাসক দলের সাংসদকে। অন্যদিকে বিজেপি সাংসদের সঙ্গে দুর্ব্যবহার ব্যবহার করছে রাজ্যের পুলিস। এই ঘটনা পুলিসকর্তাদের কর্তব্যচ্যুতি বলেই মন্তব্য করেছেন রাজ্যপাল।

 

.