By-Poll Results: বাংলায় চারে ৪ তৃণমূল, অন্যান্য রাজ্যেও উপনির্বাচনে বেকায়দায় গেরুয়া শিবির

রাজস্থানের মতো কংগ্রেস শাসিত রাজ্য়ে ভালো ফল করতে পারেনি বিজেপি। বল্লভগড় ও ধারিওয়াড় আসনে জয়ী হয়েছে কংগ্রেস

Updated By: Nov 2, 2021, 06:09 PM IST
By-Poll Results: বাংলায় চারে ৪ তৃণমূল, অন্যান্য রাজ্যেও উপনির্বাচনে বেকায়দায় গেরুয়া শিবির

নিজস্ব প্রতিবেদন: বাংলায় ৪ আসনের উপনির্বচনে জয়ী তৃণমূল। দেশের ৩০ আসনের উপনির্বাচনে অন্যান্য রাজ্যেও খুব একটা ভালো অবস্থায় নেই বিজেপি। উত্তরপূর্বে নিজেদের দুর্গ ধরে রাখতে পারলেও হিমাচল প্রদেশ ও হরিয়ানায় ধাক্কা খেল গেরুয়া শিবির। হিমাচলপ্রদেশের ৩ বিধানসভা ও একটি লোকসভা আসনে জয়ী হয়েছে কংগ্রেস। 

অসমের ৫টি আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছে বিজেপি। বাকী ২ আসনেও এগিয়ে বিজেপি শরিক। মেঘালয়ের ৩ আসনের মধ্যে ২টিতে জয় পেয়েছে নাগাল্যান্ড পিপিলস পার্টি, একটি আসনে জয়ী ইউডিপি।

আরও পড়ুন-Sergio Aguero: তিন মাস মাঠের বাইরে হৃদরোগে আক্রান্ত আগুয়েরো, কেরিয়ার কি শেষের পথে?  

বিহারে একপ্রকার হাড্ডাহাড্ডি লজড়াই হয়েছে জেডিইউ ও আরজেডির মধ্য়ে। দুই পক্ষই একটি করে আসনে এগিয়ে। মধ্যপ্রদেশে একটি আসনে এগিয়ে বিজেপি।

কেন্দ্রশাসিত দারদা ও নগর হাভেলির লোকসভা আসেনের উপনির্বচনে জয়ী হয়েছে শিবসেনা। ওই আসনে নির্দল সাংসদ মোহন দেলকরের স্ত্রীকে প্রার্থী করে জয় ছিনিয়ে নিয়েছে শিবসেনা। 

মধ্যপ্রদেশের ৩ বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি পেয়েছে ২টি আসন এবং একটি গিয়েছে কংগ্রেসের দখলে।

মহারাষ্ট্রের দেগলুর আসনে  জয়ের পথে কংগ্রেস প্রার্থী জিতেশ অনন্তপুরকর। ২৭ রাউন্ড গণনার শেষে তিনি এগিয়ে ৩৯,৪০০ ভোটে। 

হরিয়ানায় ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। এলেনাবাদ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন আইএনএলডি প্রার্থী অভয় চৌটালা। 

রাজস্থানের মতো কংগ্রেস শাসিত রাজ্য়ে ভালো ফল করতে পারেনি বিজেপি। বল্লভগড় ও ধারিওয়াড় আসনে জয়ী হয়েছে কংগ্রেস। এর মধ্যে ধারিওয়াড় আসনটি এতদিন ছিল বিজেপির দখলে।

আরও পড়ুন- Maldah: গর্ভবতীর পেটে লাথি, শাশুড়িকে বিবস্ত্র করে মার, কাঠগড়ায় তৃণমূল নেতা 

কর্ণাটকের দুটি আসনের মধ্য়ে একটি করে আসনে এগিয়ে কংগ্রেস ও বিজেপি। মুখ্যমন্ত্রী বাসবরাও বোম্বাইয়ের কাছে সিন্দগি ও হাঙ্গাল আসনের উপনির্বাচন একটি অ্য়াসিড টেস্ট।

তেলঙ্গনার হাজরাবাদ আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী এটালা রাজেন্দ্র প্রসাদ। 

পশ্চিমবঙ্গে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। রাজ্য়ের ৪ আসনের উপনির্বাচনে চারটিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)     

.