মহরমে তলোয়ারের আঘাতে পুলিসকর্মী আহত হলেও অভিযোগ দায়ের হল না কেন, প্রশ্ন তুলল বিজেপি

বুধবার সাব ইন্সপেক্টর রাজীব পালকে দেখতে ইমামবাড়া হাসপাতালে যান বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি সুবীর নাগ। সঙ্গে ছিলেন জেলা বিজেপি অন্য নেতারা। রাজীববাবুর সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থা জানেন তাঁরা। 

Updated By: Sep 11, 2019, 03:54 PM IST
মহরমে তলোয়ারের আঘাতে পুলিসকর্মী আহত হলেও অভিযোগ দায়ের হল না কেন, প্রশ্ন তুলল বিজেপি

নিজস্ব প্রতিবেদন: মহরমের শোভাযাত্রায় তলোয়ারের আঘাতে পুলিসকর্মী গুরুতর আহত হওয়ার ২৪ ঘণ্টা পরেও কোনও অভিযোগ দায়ের হয়নি কেন? বুধবার চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে আহত পুলিসকর্মীর সঙ্গে দেখা করে এমন প্রশ্ন তুললেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি সুবীর নাগ। তাঁর অভিযোগ, রামনবমীর মিছিলে কোনও রক্তপাত হয়নি। তাও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জেলা পুলিস। 

 

মঙ্গলবার চন্দননগরে মহরমের শোভাযাত্রা চলাকালীন ছিটকে আসা তলোয়ারের আঘাতে আহত হন সাব ইন্সপেক্টর রাজীব পাল। তাঁর মাথা ও ঘাড়ের বাঁ দিকে তলোয়ারের কোপ লেগেছে। গুরুতর আহত রাজীববাবুকে নিয়ে যাওয়া হয় ইমামবাড়া হাসপাতালে। সেখানে তাঁকে সিসিইউ-তে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, 'রাজীববাবুর দেহে ১০টির বেশি সেলাই পড়েছে।'

বুধবার সাব ইন্সপেক্টর রাজীব পালকে দেখতে ইমামবাড়া হাসপাতালে যান বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি সুবীর নাগ। সঙ্গে ছিলেন জেলা বিজেপি অন্য নেতারা। রাজীববাবুর সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থা জানেন তাঁরা। 

বিজেপির CESC দফতর অভিযানে পুলিসের লাঠি, কাঁদানে গ্যাস, রণক্ষেত্র চাঁদনি চক

বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুবীরবাবু বলেন, 'মহরমের মিছিলে তলোয়ারের আঘাতে পুলিসের সাব ইন্সপেক্টর আহত হয়েছেন। তার পর ২৪ ঘণ্টা কাটলেও এখনো কোনও অভিযোগ দায়ের করেনি।' সুবীরবাবুর দাবি, গত রামনবমীতে বিজেপির মিছিলে এক ফোঁটা রক্ত ঝরেনি। তার সত্বেও তাঁর ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিস। আর মহরমের মিছিল পুলিস পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। 

.