Howrah: বিজেপি থেকে বহিষ্কৃত, তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন জেলা সভাপতি
বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে 'দলবদল'।
নিজস্ব প্রতিবেদন: ব্যবধান মাস দেড়েকের। বিজেপি থেকে বহিষ্কারের পর এবার তৃণমূলে যোগ দিলেন সুরজিৎ সাহা। হাওড়ার শরৎ সদনে তাঁর হাতে দলের পতাকা তুলে দিলেন মন্ত্রী অরূপ রায়। বহিষ্কৃত জেলা সভাপতির দাবি, 'তৃণমূলের সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল। সেকারণেই বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে'। ফের নিশানা করলেন শুভেন্দু অধিকারীকেও।
বিজেপির হাওড়া জেলার (সদর) সভাপতি ছিলেন সুরজিৎ সাহা। স্রেফ দলের 'তৃণমূলীকরণ' নয়, বিধানসভা ভোটে ভরাডুবির পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, 'দু'দিন আগে যাঁরা তৃণমূল থেকে এসেছেন তাঁদের চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান করা হচ্ছে। চেয়ারম্যান নিজে বলছেন আমার কাছে সময় নেই। যে নামটা আসছেন সেটাও তৃণমূল থেকে আসছে। শুভেন্দুবাবু সেই নাম প্রস্তাব করছেন। বিজেপিতে কারা কাজ করেন তাঁদের নাম জানেন না। উনি তৃণমূল যাঁরা করে তাঁদের নাম জানেন। ভারতীয় জনতা পার্টির তৃণমূলীকরণ মানব না।'
আরও পড়ুন: Video : SFI ও TMCP সংঘর্ষে রণক্ষেত্র উত্তরপাড়ার প্যারীমোহন কলেজ, আহত কমপক্ষে ৮
নারদা-প্রসঙ্গ টেনে শুভেন্দুকে নিশানা করেছিলেন সুরজিৎ। তাঁর কথায়, 'অরূপ রায়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনও নেতার দহরম-মহরম থাকলে প্রমাণ করুন। ৬ মাস আগে এসে ২৮-৪০ বছর বিজেপি করা লোককে সার্টিফিকেট দেবেন নাকি! নারদায় ওঁকে টাকা নিতে দেখা গিয়েছে উনি সৎ কিনা? সেই প্রশ্নটা জনসাধারণ ও বিজেপি কার্যকর্তারা করছেন'। এরপরই সাংগঠনিক শৃঙ্খলাবঙ্গের কারণে দলের তৎকালীন হাওড়া জেলার (সদর) সভাপতিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিজেপি।