বিকল এসি! মহকুমা হাসপাতালের মর্গে একের পর এক দেহে পচন, দুর্গন্ধে অতিষ্ঠ রোগীরা

পচাগলা দেহের গন্ধে হাসপাতাল চত্বরে টেকা দায়। 

Updated By: Jun 11, 2020, 06:03 PM IST
বিকল এসি! মহকুমা হাসপাতালের মর্গে একের পর এক দেহে পচন, দুর্গন্ধে অতিষ্ঠ রোগীরা

নিজস্ব প্রতিবেদন : হাসপাতালের মর্গে পচছে দেহ। আর পচাগলা দেহের গন্ধে অতিষ্ঠ রোগী ও রোগীর আত্মীয়রা। অভিযোগ বার বার বলেও কোনও প্রতিকার হয়নি। শেষে এদিন বিক্ষোভে সামিল হলেন রোগীর আত্মীয়রা। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতালে। 

অভিযোগ, বোলপুর মহকুমা হাসপাতালের মর্গের এসি বহুদিন ধরেই বিকল হয়ে পড়ে রয়েছে। সেটিকে সারানোর কোনও উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এসি না থাকায়, মর্গে থাকা মৃতদেহে পচন ধরতে শুরু করে। মর্গে প্রায় ১২টি দেহ ছিল। রোগীর পরিজনদের অভিযোগ, সেইসব মৃতদেহেই পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে। পচাগলা দেহের গন্ধে হাসপাতাল চত্বরে টেকা দায়। বায়ু দূষণ হচ্ছে।

কিন্তু তাতেও কোনও তাপ-উত্তাপ নেই কর্তৃপক্ষের। শেষমেশ আজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান হাসপাতালে কয়েকজন রোগী ও তাঁদের পরিবার। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এসি খারাপ হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব দ্রুত তা সারিয়ে ফেলা হবে।

আরও পড়ুন, অযোধ্যায় রামমন্দির নির্মাণস্থল থেকে উদ্ধার 'অশোকের আমলের' বুদ্ধ মূর্তি, ধর্ম চক্র!

.