পদ নিয়ে দুই শিক্ষকের কাজিয়া, স্কুলে তালা ঝোলালেন টিচার-ইন-চার্জ

অভিভাবকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু চক্রবর্তী ও শিক্ষক মলয়কুমার মণ্ডলের মধ্যে পদ নিয়ে বচসা চলছিল। 

Updated By: Jan 24, 2019, 04:25 PM IST
পদ নিয়ে দুই শিক্ষকের কাজিয়া, স্কুলে তালা ঝোলালেন টিচার-ইন-চার্জ

নিজস্ব প্রতিবেদন: দুই শিক্ষকের বচসা। স্কুল গেটে তালা ঝুলিয়ে চম্পট দিলেন টিচার ইনচার্জ। অনিবার্য কারণবশত ৩১ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধের নোটিশ টাঙিয়ে চম্পট দেন টিচার ইনচার্জ। বৃহস্পতিবার সকালে স্কুলে গিয়ে হতবাক বালুরঘাটের চককাশি স্কুলে।

আরও পড়ুন, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র কান্দি, চলে বেপরোয়া ইট বৃষ্টি, বোমাবাজি

অভিভাবকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু চক্রবর্তী ও শিক্ষক মলয়কুমার মণ্ডলের মধ্যে পদ নিয়ে বচসা চলছিল।  এরই জেরে গেটে তালা ঝুলিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার স্কুলে গিয়ে এই নোটিশ দেখতে পায় ছাত্রছাত্রীরা। ছিলেন অন্যান্য শিক্ষকরাও।

আরও পড়ুন: ‘সুপ্রিম’ নির্দেশে PTTI মামলায় বড় জয় মামলাকারীদের, ১২ সপ্তাহের মধ্যেই নিয়োগ

সমস্যা মেটাতে খবর দেওয়া হয় জেলা স্কুল পরিদর্শক নারায়ণ সিংহ রায়কে।  ঘটনার তীব্র নিন্দা করেন স্কুলের অন্যান্য শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকরা। পরে ডিআই মৃণালকান্তি সিংহ রায়ের নির্দেশে তালা ভেঙে ফেলা হয়। স্কুলে ক্লাস শুরু হয়।  ঘটনার যথাযথ তদন্ত করা হবে বলে জানিয়েছেন জেলা স্কুল পরিদর্শক।

.