মদ্যপের ইটের আঘাতে জখম মহিলা, অভিযোগ নিতে অস্বীকার পুলিসের
অভিযোগ এই ঘটনার পর নিমতা থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে থানার কর্মরত পুলিস। তাদের অভিযোগ ওই যুবক কলকাতা পুলিস-এর গাড়ির ডাইভার তাই তার নামে অভিযোগ নিতে চায়নি।
নিজস্ব প্রতিবেদন: ভোটের মুখে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তি অব্যাহত। রবিবারের ছুটির রাতে ফের উত্তপ্ত নিমতা। অভিযোগ সুব্রত ধর নামে স্থানীয় এক যুবক রাত ১২ টা নাগাদ মদ খেয়ে নিজের বাড়ির সামনে চিৎকার করছিল ওই যুবক। পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজও করছিল অনর্গল। সেই সময় স্থানীয় কয়েকজন এসে প্রতিবাদ করলে তাদের লক্ষ ইট ছুড়ে মারে ওই মদ্যপ যুবক। প্রতিবেশী সূত্রে খবর ওই যুবক স্থানীয় থানার গাড়ির ড্রাইভার।
আরও পড়ুন: প্রথম দু'দাফায় উঠেছে গেরুয়া ঝড়, শাহকে পাঁচে চারের আশ্বাস দিলেন দিলীপরা
ইটের আঘাতে গুতর আহত হয় অলোকা দে নামে স্থানীয় এক বাসিন্দা। তার গলায় ১৮ টি সেলাই পড়েছে। পাশাপাশি সুমন ঘোষ নামে এক ব্যক্তি মাথায় চোট পান। এখানেই শেষ নয়, এলাকার বাসিন্দাদের অভিযোগ এই ঘটনার পর নিমতা থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে থানার কর্মরত পুলিস। তাদের অভিযোগ ওই যুবক কলকাতা পুলিস-এর গাড়ির ডাইভার তাই তার নামে অভিযোগ নিতে চায়নি।
এরপর সোমবার দুপুরে পাড়ার সকলে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে।