Durgapur: ঘরের মেঝেতে রক্তগঙ্গা! দেওরের এলোপাথাড়ি বটির কোপ, লুটিয়ে পড়ল বৌদি...
Durgapur: জানা গিয়েছে, শনিবার সাত সকালে বৌদির সঙ্গে বিষ্ণুর বচসা হয়। তারপরেই বিষ্ণু ধারালো বটি দিয়ে বৌদিকে গলায় এবং শরীরের একাধিক জায়গায় কোপ বসায়। রক্তে ভেসে যায় ঘরের মেঝে। বিন্দুর মা বিন্দুকে বাঁচানোর চেষ্টা করলে তার শরীরেও কোপ বসায় বিষ্ণু।
চিত্তরঞ্জন দাস: বটি দিয়ে বৌদিকে কুপিয়ে খুন দেওরের। খুন করে পালিয়ে যাওয়ার চেষ্টা, ফরজ আটক। ব্যাপক চাঞ্চল্য নিউ টাউনশিপ থানার কালিগঞ্জ এলাকায়।
মৃতা গৃহবধূর নাম বিন্দু রুইদাস (৩২)। আহত নিহত গৃহবধূর শাশুড়ি নিরুপমা রুইদাসও। গ্রেফতার অভিযুক্ত দেওর বিষ্ণু রুইদাস। জানা গিয়েছে, শনিবার সাত সকালে বৌদির সঙ্গে বিষ্ণুর বচসা হয়। তারপরেই বিষ্ণু ধারালো বটি দিয়ে বৌদিকে গলায় এবং শরীরের একাধিক জায়গায় কোপ বসায়। রক্তে ভেসে যায় ঘরের মেঝে। বিন্দুর মা বিন্দুকে বাঁচানোর চেষ্টা করলে তার শরীরেও কোপ বসায় বিষ্ণু।
সে চিৎকার করে গোটা পাড়ার লোককে ডাকতে থাকে। ঘটনাস্থলে গোটা এলাকার লোক ছুটে আসে। খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানার পুলিসকে। তখন বিন্দুর দেহ মেঝেতে লুটিয়ে পড়ে। পুলিস পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। কি কারণে মৃত্যু তা কোনও সঠিকভাবে জানা যায়নি। এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন, 'অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে আমরা খুব দ্রুত গ্রেফতার করেছি। পারিবারিক বিবাদের জেরে এই খুন বলে আমাদের প্রাথমিক অনুমান। তবে মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা সে নিয়েও তদন্ত শুরু হয়েছে। ঘটনার তদন্ত করবে ফরেন্সিক দলও। অভিযুক্তকে পুলিসি হেফাজতে নিয়ে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাবে।' তবে মৃতার পরিবারের সদস্যদের বক্তব্য, অভিযুক্ত এলাকাবাসী বা পরিবারের আত্মীয়েদের সঙ্গে ভাল ব্যাবহার করত না। এবং অভিযুক্ত বিষ্ণু তাঁর এক ভাইজিকে শারীরিক নানারকম অঙ্গভঙ্গী করত বলেও অভিযোগ।
আরও পড়ুন:Sonarpur: অদ্ভূত ভূতুড়ে কাণ্ড! বাড়ির একাংশ থেকে চুঁয়ে চুঁয়ে পড়ছে তেল...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)