Bengal Weather: পশ্চিমী ঝঞ্ঝায় দমবে উত্তুরে হাওয়া! শীতের আমেজ কমছে? বড় আপডেট আবহাওয়া দফতরের...

Weather Update: দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল। রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে। সোম মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

Updated By: Jan 4, 2025, 08:33 AM IST
Bengal Weather: পশ্চিমী ঝঞ্ঝায় দমবে উত্তুরে হাওয়া! শীতের আমেজ কমছে? বড় আপডেট আবহাওয়া দফতরের...
প্রতীকী ছবি

অয়ন ঘোষাল: বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ চার জেলাতে। দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। আজ ও কাল কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে রাজ্যে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা। দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা। রবিবার কুয়াশার সম্ভাবনা আরও বাড়বে।

আরও পড়ুন, Jalpaiguri: সিকিমের বন্যায় বিপুল ক্ষতি তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে, মাথায় হাত চাষিদের... 

পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাবে উত্তুরে হাওয়া। বাড়বে পুবালী হাওয়ার দাপট। সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসবে জলীয় বাষ্প। এর প্রভাবে উইকেন্ডে ফের বাড়বে উষ্ণতা। একের পর পশ্চিমী ঝঞ্ঝা। জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল। রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে। সোম মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

শনিবার হালকা থেকে মাঝারি কুয়াশার সামান্য সম্ভাবনা। কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ নদীয়া এই পাঁচ জেলাতে। অন্যান্য জেলাতে ও সকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা। আগামীকাল রবিবার কুয়াশার সম্ভাবনা আরও বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে।

দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা মঙ্গলবার ৭ জানুয়ারি। দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনা। সিকিমে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা। তার প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মঙ্গলবার হালকা বৃষ্টি র সম্ভাবনাও থাকবে। সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলাতে। মূলত হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে কোথাও কোথাও।

কলকাতায় স্বাভাবিকের ওপরে সর্বনিম্ন তাপমাত্রা। জমিয়ে শীতের আমেজ। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়ল। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলায় পরিষ্কার আকাশ। কাল রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বাড়বে উষ্ণতা। রবিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। কলকাতার তাপমান  আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৩ শতাংশ।

আরও পড়ুন, Korpan Shah Murder: কোরবান শাহ হত্যা মামলায় অবশেষে জামিন মেদিনীপুরের দাপুটে বিজেপি নেতা আনিসুরের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.