বার্নপুরে ক্যাটারিং ব্যবসায়ী খুনে নয়া মোড়, ব্যবহার হয়েছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র

বার্নপুরে ক্যাটারিং ব্যবসায়ী খুনের ঘটনায় উঠে এল নয়া তথ্য। নিজের ছেলেকে সঙ্গে নিয়েই রানা বন্দ্যোপাধ্যায়কে খুন করেছিল মিলটন সেন। পুলিসি জেরায় একথা কবুল করেছে সে। এছাড়াও এই খুনে তার সঙ্গী ছিল আরও দুজন।

Updated By: Nov 20, 2017, 09:02 PM IST
বার্নপুরে ক্যাটারিং ব্যবসায়ী খুনে নয়া মোড়, ব্যবহার হয়েছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র

নিজস্ব প্রতিবেদন: বার্নপুরে ক্যাটারিং ব্যবসায়ী খুনের ঘটনায় উঠে এল নয়া তথ্য। নিজের ছেলেকে সঙ্গে নিয়েই রানা বন্দ্যোপাধ্যায়কে খুন করেছিল মিলটন সেন। পুলিসি জেরায় একথা কবুল করেছে সে। এছাড়াও এই খুনে তার সঙ্গী ছিল আরও দুজন।

এখানেই শেষ নয়। খুনের জন্য ব্যবহার করা হয়েছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। আর এটাই এখন ভাবাচ্ছে পুলিসকে। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল মিলটন সেনরা? ইতিমধ্যেই মিলটন, তার ছেলে সাগর ও আরও এক আততায়ী অজয় হাড়িও ধরা পড়েছে পুলিসের জালে। অন্য দুই দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছে পুলিস। কিন্তু এখনও খোঁজ মেলেনি আগ্নেয়াস্ত্রর।

জেরায় পুলিস জানতে পেরেছে ব্যবসায়িক শত্রুতার জেরেই এই খুন করা হয়। আগেও ঠিকাদারি নিয়ে রানার সঙ্গে মিলটনের লোকজনের ঝামেলা হয়। তার জেরেই এই খুনের ঘটনা ঘটে।

.