কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পাবেন কে? রাজ্যের একাধিক BJP সাংসদের নাম ঘিরে জল্পনা

শিকে ছিঁড়বে কার? সিদ্ধান্ত নেবেন মোদী-শাহ-নাড্ডা।

Updated By: Jun 12, 2021, 02:57 PM IST
কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পাবেন কে? রাজ্যের একাধিক BJP সাংসদের নাম ঘিরে জল্পনা

নিজস্ব প্রতিবেদন: কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা। সূত্রের খবর, একুশের ভোটে আশানুরূপ ফল না হলেও এ রাজ্যের বেশ সাংসদের শিকে ছিড়তে পারে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন কয়েকজন। এমন একগুচ্ছ নাম নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা।

সূত্রের খবর, মন্ত্রিসভায় জায়গা পেতে এমন সবচেয়ে সম্ভাবনাময় নাম নাকি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। কারণ কয়েক মাসের মধ্যেই দ্বিতীয়বার সভাপতি হিসেবে তাঁর কাজের মেয়াদ শেষ হবে। আর বিজেপির নীতি অনুযায়ী কোনও ব্যক্তি দু’বারের বেশি সভাপতি হতে পারেন না। এছাড়া দিলীপ ঘোষের আরএসএস যোগ নাকি তাঁকে এই প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে রেখেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: ‘ধান্দাবাজি এবং ক্ষমতার স্বাদ নিতে দলবদল’, Dilip-এর নিশানায় Mukul

এছাড়া যাঁর নাম নিয়ে গুঞ্জন চলছে, তিনি হলেন লকেট চট্টোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী হোক কিংবা সাংসদ, সর্বত্র লকেট চট্টোপাধ্যায়ের পারফরমেন্সে খুশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও মহিলা মুখকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাইছেন তাঁরা। সেক্ষেত্রে লকেট চট্টোপাধ্যায়ের কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই।   

বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের নাম নিয়েও গুঞ্জন চড়ছে। যার কারণ মূলত দুটি। প্রথমত, তিনি রাজ্য বিজেপির বহু পুরোনো নেতা। দ্বিতীয়ত তাঁর আরএসএস যোগ। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভার এই রদবদলে শিকে ছিড়তে পারে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের। কারণ, একুশের নির্বাচনে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে তুলনামূলক ভাল ফল করেছে গেরুয়া শিবির। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের মতে, যে সাফল্যের অনেকটাই দাবিদার নিশীথ প্রামাণিক। ফলে উত্তরবঙ্গের মুখ হিসেবে নিশীথকে প্রাধান্য দিতে পারে শীর্ষ নেতৃত্ব। এছাড়া মতুয়া ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের নামও কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার তালিকায় ঘুরপাক খাচ্ছে।

আরও পড়ুন: Newtown Encounter কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, গ্রেফতার 'আসল' সুমিত কুমার

এত জল্পনার মাঝে তাল কেটেছে মুকুল রায়ের আচমকা তৃণমূল-যোগ। সূত্রের খবর, মুকুল রায়ের আচমকা বিজেপি ত্যাগের পর, তৃণমূল থেকে আসা নেতাদের উপর অনেকটা ভরসা কমেছে বিজেপির শীর্ষ নেতৃত্বের। যদিও এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সমস্ত দিক বিচার করে, তবেই বাংলার সাংসদদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই দিতে চাইছেন মোদী-শাহ-নাড্ডারা। পাশাপাশি, এটাও জানিয়ে রাখা দরকার বেশ কয়েকদিন ধরেই দিল্লিতে ক্যাম্প করে বসে রয়েছেন বিজেপির আরও দুই সাংসদ অর্জুন সিং ও সৌমিত্র খাঁ।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.