প্রার্থীদের বায়োডাটা, বাঁকুড়া: দুই ভূমিপুত্র সুভাষ-অমিয়র সঙ্গে লড়াই হেভিওয়েট সুব্রতর

বাঁকুড়া

Updated By: May 7, 2019, 12:54 PM IST
প্রার্থীদের বায়োডাটা, বাঁকুড়া: দুই ভূমিপুত্র সুভাষ-অমিয়র সঙ্গে লড়াই হেভিওয়েট সুব্রতর

বাঁকুড়া। জঙ্গলমহলের এই জেলায় এবার রাজনৈতিক লড়াই তুঙ্গে। এবার এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে হেভিওয়েট সুব্রত মুখোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে টক্কর দিচ্ছেন একদিকে বিজেপির সুভাষ সরকার, অন্যদিকে সিপিএমের অমিয় পাত্র। এই তিন প্রার্থী হলফনামায় কী কী জানালেন, দেখে নিন একনজরে-

সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস

বয়স

৭২ বছর

ঠিকানা

গড়িয়াহাট, কলকাতা-১৯

আয়

সুব্রত- ৪৯৪০০০ টাকা (২০১৭-১৮), ২৩৮০০০ টাকা (২০১৩-১৪)

স্ত্রী- ৪২৬৭৭৫ টাকা (২০১৭-১৮), ৩১৬৪০০ টাকা (২০১৩-১৪)

মামলা

দু’টি মামলা চলছে

হাতে নগদ

সুব্রত- ১৪৫০০ টাকা, স্ত্রী- ১১০০০

অস্থাবর সম্পত্তি 

সুব্রত- ১৯৭৫৪৮০, স্ত্রী- ৪৭৬০২৭৯

স্থাবর সম্পত্তি

সুব্রত- ৫৫০০০০০ টাকা,

ঋণ

নেই

শিক্ষা

নৃতত্ত্ববিদ্যা ও প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে দু’টি বিষয়ে এমএ

পেশা

সমাজসেবা

 

 সুভাষ সরকার, বিজেপি

বয়স

৬৫ বছর

ঠিকানা

লোকপুর, গ্রাম-কেন্দুয়াডিহি, থানা-বাঁকুড়া, জেলা-বাঁকুড়া

আয়

সুভাষ- ১৫৮৭২১০ (২০১৭-১৮), ৮১০২৬৭ (২০১৩-১৪)

স্ত্রী- ১২৭৫৫৮০ (২০১৭-১৮), ৭১৮৩১১ (২০১৩-১৪)

মামলা

বাঁকুড়া থানায় একটি মামলা

হাতে নগদ

সুভাষ- ৪২৮৩৫১ টাকা, স্ত্রী- ১১৭৮৮৯৬ টাকা

অস্থাবর সম্পত্তি

সুভাষ- ৮৭৯৯৮২৮.৫৬, স্ত্রী- ৯১২৫৫১২.৭৫

স্থাবর সম্পত্তি

সুভাষ- ৮৪৯১০০ টাকা,

ঋণ

৯৪৪৮৭২.৪০ টাকা

শিক্ষা

এমবিবিএস, কলকাতা বিশ্ববিদ্যালয় (ভুলবশত এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক লেখা হয়েছিল। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ZEE24ghanta.com দুঃখিত।)

পেশা

চিকিত্সক

 

 অমিয় পাত্র, সিপিএম

বয়স

৬৭ বছর

ঠিকানা

তালডাংরা, বাঁকুড়া

আয়

অমিয়- ৪৩৯৩৫৩ টাকা (২০১৭-১৮), ৩৪৬৭১২ টাকা (২০১৪-১৫)

স্ত্রী- ৫৯০৮৪০ টাকা (২০১৭-১৮), ৪০৬৭০৬ টাকা (২০১৩-১৪)

মামলা

একটি

হাতে নগদ

অমিয়- ২৫৮০ টাকা, ২৬০০ টাকা

অস্থাবর সম্পত্তি

অমিয়- ২৬৮৪৮৬০.৩০ টাকা, স্ত্রী- ৩৩৮৬৫৮৬.১৭

স্থাবর সম্পত্তি

অমিয়- ৪.৫ লক্ষ টাকা, স্ত্রী- ১০ লক্ষ টাকা

ঋণ

নেই

শিক্ষা

বিএসসি, বর্ধমান বিশ্ববিদ্যালয়

পেশা

সমাজসেবা

 
.