কাঠবুড়ো নয়, ডুয়ার্সে ধরা পড়ল কাঠযুবা
পুজোর মুখে কাঠসমেত ধরা পড়ল এক কাঠ চোর। ঘটনাটি ঘটেছে আজ, সোমবার ডুয়ার্সের তারঘেরা জঙ্গলে। তিন জন অবশ্য পালিয়ে যায়। তাদের খোঁজ চলছে। ধৃতের স্বাস্থ্যপরীক্ষা করিয়ে এ দিন তাকে জলপাইগুড়ি কোর্টে তোলা হবে।
![কাঠবুড়ো নয়, ডুয়ার্সে ধরা পড়ল কাঠযুবা কাঠবুড়ো নয়, ডুয়ার্সে ধরা পড়ল কাঠযুবা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/10/12/280715-log.jpg)
নিজস্ব প্রতিবেদন: পুজোর মুখে কাঠসমেত ধরা পড়ল এক কাঠ চোর। ঘটনাটি ঘটেছে আজ, সোমবার ডুয়ার্সের তারঘেরা জঙ্গলে। তিন জন অবশ্য পালিয়ে যায়। তাদের খোঁজ চলছে। ধৃতের স্বাস্থ্যপরীক্ষা করিয়ে এ দিন তাকে জলপাইগুড়ি কোর্টে তোলা হবে।
পুজোর সময়ে বরাবরই ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে কাঠ চুরির প্রবণতা বাড়ে। তবে বন দপ্তরও পিছিয়ে থাকে না। বাড়তি নজরদারি চালায়। এ বারেও জঙ্গল এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করেছে তারা।
তবু তার মধ্যেই কী ভাবে তারঘেরা রেঞ্জের তারঘেরা জঙ্গলে কাঠ চুরি করতে ঢুকেছিল জনাচারেক। সেগুন গাছ কেটে পাচার করার সময়ে বন দপ্তরের হাতে ধরা পড়ল তাদেরই একজন। বাকিরা পালিয়ে যায়।
তারঘেরা বন দপ্তরের রেঞ্জার শুভজিৎ মৈত্র বলেন, 'বনকর্মীরা টহল দেওয়ার সময়ে ধরা পড়ে এক জন কাঠচোর। বাকি তিন জন পালিয়ে যায়। বাকিদের খোঁজ চলছে। আমাদের কাছে খবর ছিল মাঝেমধ্যেই কাঠচোরের দল সেগুন গাছ কেটে নিয়ে যাচ্ছে। সেজন্য বাড়তি নজরদারির ব্যবস্থাও ছিল। ফলে ধরা পড়ে এক কাঠচোর। উদ্ধার হয় কেটে ফেলা গাছের গুঁড়িও।' তিনি আরও জানান, ধৃতের স্বাস্থ্যপরীক্ষা করিয়ে এ দিন তাকে জলপাইগুড়ি কোর্টে তোলা হবে।
আরও পড়ুন: ৫০ টি সোনার বিস্কুট-সহ ধৃত ৩