আরও সময় চাইল সিবিআই, সুপ্রিম কোর্টে পিছল চিটফান্ড কাণ্ডের শুনানি

চিট ফান্ডকাণ্ডের তদন্তে রাজ্য সরকার,  কলকাতার পুলিস কমিশনারের ভূমিকায় অসন্তুষ্ট সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়

Updated By: Jul 6, 2018, 02:51 PM IST
আরও সময় চাইল সিবিআই, সুপ্রিম কোর্টে পিছল চিটফান্ড কাণ্ডের শুনানি

নিজস্ব প্রতিবেদন:  বেআইনি অর্থ লগ্নি সংস্থা নিয়ে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের মামলার শুনানি পিছিয়ে গেল।

চিট ফান্ডকাণ্ডের তদন্তে রাজ্য সরকার,  কলকাতার পুলিস কমিশনারের ভূমিকায় অসন্তুষ্ট সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সিবিআইয়ের অভিযোগ, পশ্চিমবঙ্গের চিট ফান্ডকাণ্ডের তদন্তে রাজ্য সরকার ও কলকাতা পুলিস তাঁদের যথাযথভাবে সাহায্য করছে না। এই মর্মে শীর্ষ আদালতে অভিযোগ করে সিবিআই।

আরও পড়ুন: বৌদির সঙ্গে স্বামীর উদ্যম যৌনতায় বাধ সেধেছিলেন স্ত্রী! প্রাণ গেল দেড় মাসের শিশুর

এরপরই রাজ্য সরকার পাল্টা হলফনামা  দিয়ে অভিযোগ অস্বীকার করে। শুক্রবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। সিবিআই শীর্ষ আদালতে আরও নথি জমা দেওয়ার জন্য বাড়তি সময় চায়। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল অবশ্য দ্রুত শুনানির আর্জি জানান। তবে, দু-পক্ষের কথা শুনে দু-সপ্তাহের জন্য শুনানি স্থগিত করে দিয়েছে শীর্ষ আদালত।

.