বিএসএফের লক্ষ্যভ্রষ্ট হওয়া গুলি ঢুকল শিশুর চোখে

বিএসএফের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে শামীমের বাম চোখের নীচে। 

Updated By: Aug 21, 2018, 04:10 PM IST
বিএসএফের লক্ষ্যভ্রষ্ট হওয়া গুলি ঢুকল শিশুর চোখে

নিজস্ব প্রতিবেদন:  গরু পাচারকারীর সঙ্গে বিএসএফের গুলির লড়াই। তার মাঝে পড়ে আহত ১১ বছরের বালক। মালদার বৈষ্ণবনগরের ভারত-বাংলাদেশ সীমান্ত শোভাপুরের ঘটনা। আহত কিশোর বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: বৌদি বলেছিলেন জানিয়ে দেবে সব কথা, ভয়েই আত্মঘাতী  ‘দেওর’

শোভাপুর সীমান্ত দিয়ে সোমবার গভীর রাতে গুরু পাচার করা হচ্ছিল। সেই সময় পাচারকারীদের ধাওয়া করেন বিএসএফ জওয়ানরা। এই অবস্থায় পাচারকারীরা তাড়া খেয়ে ওই এলাকাতেই একটি জলসার মধ্যে ঢুকে পড়ে। সোমবার রাতে ওই জলসা দেখতে গিয়েছিল শামীম আখতার নামে ওই বালক। বিএসএফ পাচারকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

আরও পড়ুন: শিক্ষিকার বাড়ি জানলা দিয়ে উঁকি দিতেই প্রতিবেশী ভাড়াটে যুবককে যে অবস্থায় দেখলেন...

বিএসএফের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে শামীমের বাম চোখের নীচে। চোখ দিয়ে রক্ত ঝরতে থাকে তার। ওই অবস্থাতেই শামীমকে নিয়ে প্রথমে ছোটা হয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিত্সার পর তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। বিষয়টি নিয়ে বিএসএফ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: জেলাশাসকের দফতরে মাটিতে বসে সরকারি কর্মী, প্রশ্ন করতেই যা জানালেন...সরকারি দফতরে এমনও হয়!

.