আইনজীবী-পুরকর্মীদের মধ্যে সংঘর্ষে তুলকালাম হাওড়া আদালত চত্বর; ব্যাপক ইটবৃষ্টি, লাঠিচার্জ পুলিসের
মার খেয়ে রাস্তায় নেমে পড়েন আইনজীবীরা। রাস্তা অবরোধ করে দেন তাঁরা
নিজস্ব প্রতিবেদন: আইনজীবী ও পুরকর্মীদের সংঘর্ষে তুলকালাম হাওড়া আদালত চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেয়ে যায় পুলিস। এমনকি র্যাফও নামাতে হয়।
আরও পড়ুন-উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে রোহিতের খুনে গ্রেফতার স্ত্রী অপূর্বা
গন্ডগোলের সূত্রপাত পুরসভার গাড়ি পার্কিং করা নিয়ে। প্রথমে বচসা ও পরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় দুপক্ষের ইট ছোড়াছুড়িতে ধুন্ধুমার বেধে যায় আদালত চত্বর। ইটের ঘায়ে আহত হন বেশ কয়েকজন আইনজীবী।
মার খেয়ে রাস্তায় নেমে পড়েন আইনজীবীরা। রাস্তা অবরোধ করে দেন তাঁরা। বন্ধ হয়ে যায় আদালতের কাজকর্ম। ইটবৃষ্টিতে কয়েকজন আইনজীবী আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনজীবীদের অভিযোগ, যেসব পুরকর্মী তাদের মারধর করেছে তাদের গ্রেফতার করতে হবে।
আরও পড়ুন-''বাড়িতে টাকা পাঠাই না, উল্টে মা-ই হাতখরচ দেন', অকপট মোদী
এদিকে, পুরকর্মীদের অভিযোগ, হাওড়া আদালত চত্বরে বেআইনিভাবে গাড়ি পার্কিং করতেন আইনজীবীরা। সে জন্যই তাদের বাধা দেওয়া হয়। এতেই তাদের ওপরে চড়াও হন আইনজীবীরা। গোলমালের মধ্যে পড়ে আহত হয়েছেন সংবাদমাধ্যমের কর্মীরাও।