Mobile Addiction: পড়াশোনা ফেলে দিনরাত ফোনে বুঁদ, মা বকতেই আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী
পড়াশোনা বন্ধ করে দিনের প্রায় বেশিরভাগ সময়ই ফোন নিয়ে ব্যস্ত থাকত। অনলাইন থাকত সারাদিন।
![Mobile Addiction: পড়াশোনা ফেলে দিনরাত ফোনে বুঁদ, মা বকতেই আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী Mobile Addiction: পড়াশোনা ফেলে দিনরাত ফোনে বুঁদ, মা বকতেই আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/22/379691-f7c23dfc-ff52-4e28-8129-089ed0143e01.jpg)
প্রসেনজিৎ সরদার: ফোনে আসক্তিতে (Mobile Addiction) মায়ের বকুনি। আর তাতেই অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী (Suicide) মেয়ে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরের বাউনিয়া ঘোষপাড়া গ্রামে।
জানা গিয়েছে, বছর ১৪-র নাবালিকা মিলি ঘোষ অষ্টম শ্রেণিতে পড়ত। মারাত্মক ফোনে আসক্তি ছিল তার। পড়াশোনা বন্ধ করে দিনের প্রায় বেশিরভাগ সময়ই ফোন নিয়ে ব্যস্ত থাকত। অনলাইন থাকত সারাদিন। পড়াশোনায় অমনোযোগী হওয়ার কারণেই বকাবকি করেছিল মা। তার পরিণতিতেই চরম কান্ড ঘটিয়ে বসে মেয়ে।
ফোনে আসক্তির কারণে মাঝে মাঝেই মেয়েকে শাসন করত মা। অষ্টম শ্রেণির ছাত্রী মিলি যে ফোনে আসক্তির কারণে এমন ভয়ঙ্কর কান্ড ঘটিয়ে বসবে, তা দুঃস্বপ্নেও ঘুণাক্ষরে ভাবতে পারেননি বাড়ির কেউ। আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার। মেয়ের মৃত্যুতে শোকের ছায়া গোটা পরিবারে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় কাশীপুর থানার পুলিস। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুন, Missing: সুদের পাওনা টাকা আনতে মাংসের দোকানে ঢুকে নিখোঁজ মহিলা!
আরও পড়ুন, Garfa Murder: 'তোর দিদির দেহ আমার ফ্ল্যাটে,' বোনকে ফোনের পরই রেললাইনে মিলল মালিকের দেহ!