মিড ডে মিলের থালা আনে নি; ক্লাস টুয়ের ছাত্রকে রদ্দুরে দাঁড় করিয়ে রাখলেন প্রধান শিক্ষক

অপরাধ, সে মিড ডে মিলের থালা না নিয়ে স্কুলে গিয়েছিল। আর তারজন্যই ভর দুপুরে ক্লাস টুয়ের এক ছাত্রকে রদ্দুরে দাঁড় করিয়ে রাখলেন প্রধান শিক্ষক। শুধু তাই নয়। অসুস্থ হয়ে পড়ায়, তাকে TC-ও ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনাটি নিয়ে ক্ষুব্ধ শিশুর পরিবার। তাদের তরফে এই ঘটনায় তদন্তের আর্জি জানানো হয়েছে।

Updated By: Apr 13, 2017, 06:01 PM IST
মিড ডে মিলের থালা আনে নি; ক্লাস টুয়ের ছাত্রকে রদ্দুরে দাঁড় করিয়ে রাখলেন প্রধান শিক্ষক
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : অপরাধ, সে মিড ডে মিলের থালা না নিয়ে স্কুলে গিয়েছিল। আর তারজন্যই ভর দুপুরে ক্লাস টুয়ের এক ছাত্রকে রদ্দুরে দাঁড় করিয়ে রাখলেন প্রধান শিক্ষক। শুধু তাই নয়। অসুস্থ হয়ে পড়ায়, তাকে TC-ও ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনাটি নিয়ে ক্ষুব্ধ শিশুর পরিবার। তাদের তরফে এই ঘটনায় তদন্তের আর্জি জানানো হয়েছে।

আরও পড়ুন- বৈশাখেই মন্ত্রী হবেন চন্দ্রিমা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

১০ এপ্রিল নদিয়ার ধানতলা প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। কোনও ভাবে ওই দিন শিশুটি বাড়ি থেকে মিড ডে মিলের থালা নিতে ভুলে যায়। শাস্তি হিসেবে তাকে সারা দুপুর রদ্দুরে দাঁড় করিয়ে রাখা হয়। এই ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল পরিদর্শকের কাছে নালিশ জানিয়েছেন ছাত্রের মা। যোদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক সুরঞ্জন মজুমদার।

.