“বাঙালি হঠাও বরদাস্ত করব না”, বীজপুরের সভা থেকে হুঁশিয়ারি মমতার

তিনি বলেন, “বাংলা থেকে বাঙালিদের হটানোর চেষ্টা চলছে, তা করতে দেওয়া যাবে না। নৈহাটি, জগদ্দল, ভাটপাড়ায় বাঙালিদের ওপর অত্যাচার হয়েছে, ঘর ভাঙা হয়েছে।”

Updated By: Jun 14, 2019, 04:31 PM IST
“বাঙালি হঠাও বরদাস্ত করব না”, বীজপুরের সভা থেকে হুঁশিয়ারি মমতার

নিজস্ব প্রতিবেদন:  “বেছে বেছে বাঙালি ও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে। তা বরদাস্ত করা হবে না। আপনারা ভয় পাবেন না। তৃণমূল কংগ্রেস লোকেরা সবসময় মাথা উঁচু করে বাঁচে।” বীজপুরের সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

তিনি বলেন, “বাংলা থেকে বাঙালিদের হটানোর চেষ্টা চলছে, তা করতে দেওয়া যাবে না। নৈহাটি, জগদ্দল, ভাটপাড়ায় বাঙালিদের ওপর অত্যাচার হয়েছে, ঘর ভাঙা হয়েছে।” তিনি আরও বলেন, “কেন সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে? বাংলায় থেকে বাঙালিকে ভয় দেখাবে, আমরা বরদাস্ত করব না। বিজেপি জাত-ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে। ”

বীজপুরের সভা থেকে বিজেপিকে তোপ দাগেন তিনি। বলেন, “বাংলায় কিছু অশুভ শক্তির নজর পড়েছে। বাংলাকে গুজরাট বানাতে দেব না। ভোটের পরই রাজ্যজুড়ে অশান্তি, তাই পথে নেমে ফের প্রতিবাদ করতে হবে।”

তিনি বলেন,  “বাঙালিদের ঘর ভাঙা চলছে। বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। আমি কখনও হিন্দিভাষীদের ঘর ভাঙতে যাইনি। বাঙলায় থেকেই বাঙালি হঠাওয়ের চেষ্টা চলছে। তা হতে দেব না।”

তিনি বলেন, “কাঁচরাপাড়ায় আগে যে রেলের ছোটোখাটো ঠিকাদারি  করতেন,  এখন মাঝেমধ্যে বিদেশ যাওয়া হয়।  এখন দুবাই, সিঙ্গাপুর ঘুরে বেড়ান।  কেন যান, কার হাত ধরে এসেছিলেন জানা আছে।  সিপিএমে হাতেখড়ি, তৃণমূলে গড়াগড়ি, বিজেপিতে সুড়সুড়ি, তারপর গলায় দড়ি, কেটে পড়ি। কল্যাণীর আশেপাশে এত জমি কাদের?” এদিনের বক্তব্যে বারবার বাঙালি প্রসঙ্গ উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়।  মূলত বিজেপির বিরুদ্ধে লড়তে যে তিনি এই অস্ত্রেই শান দিচ্ছেন, তা এদিনের বক্তৃতায় স্পষ্ট।

 

.