Khaleda Zia: ফের পালাবদলের মুখে বাংলাদেশ? গোপনে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক সেনাপ্রধানের!
Bangladesh: ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বিএনপি এবং কট্টরপন্থী দল জামাতের সংঘাত ক্রমশ বাড়ছে। ক্রমশই বাড়ছে অসন্তোষ। রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ঢাকার গুলশানের বাসভবনে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দেশে ছাড়ার পরেই খালেদা জিয়ার বিএনপির সরকারে আসার জল্পনা ছিল তুঙ্গে। কিন্তু অন্তর্বর্তী সরকার গড়েন মহম্মদ ইউনূস। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বিএনপি এবং কট্টরপন্থী দল জামাতের সংঘাত ক্রমশ বাড়ছে। এদিকে, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চলছে বলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেছিলেন গত সপ্তাহে। এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ঢাকার গুলশানের বাসভবনে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আরও পড়ুন- Armaan Malik: চুপিসাড়ে বিয়ে করলেন আরমান, ১০ লক্ষ ফলোয়ার! চেনেন গায়কের 'কোটিপতি' স্ত্রীকে?
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান তিনি। তিনি প্রায় ৪০ মিনিটের মতো সেখানে ছিলেন। তাঁদের এই সাক্ষাতের কথা আগে থেকে টের পায়নি কেউই। সেখান থেকেই শুরু জল্পনা। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, 'আজ (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসেন সেনাপ্রধান। তিনি দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন।
তিনি বলেন, 'বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর স্বাগতম জানিয়েছেন সেনাপ্রধানকে। বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন সেনাপ্রধান'। সেনাপ্রধানের সঙ্গে তাঁর সহধর্মিণীও ছিলেন বলে জানান শায়রুল কবির খান। তবে শুধু সেনাপ্রধানই নন, পরিবর্তিত পরিস্থিতিতে গত ৬ আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাসহ অনেকে ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আরও পড়ুন- Locket Chatterjee: 'রাজ্যটাই বোমা বন্দুকের কারখানায় পরিণত করেছে তৃণমূল সরকার', বিস্ফোরক লকেট...
প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে বেগম জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। ৭৯ বছর বয়সি খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। অনেক আগেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবেন তিনি। এ সময় মেডিকেল বোর্ডের চিকিৎসক, নার্স ও ব্যক্তিগত সহকারীসহ মোট ১৫ জন তাঁর সঙ্গে যাবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)