অষ্টম শ্রেণির 'প্রেমিকা'কে ডেকে পাঠিয়ে ঘুমের ওষুধ খাওয়ায় কলেজছাত্র 'প্রেমিক', তারপর...

বাগানের মধ্যে থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে তার বাড়ির লোক।

Updated By: Jul 1, 2018, 02:30 PM IST
অষ্টম শ্রেণির 'প্রেমিকা'কে ডেকে পাঠিয়ে ঘুমের ওষুধ খাওয়ায় কলেজছাত্র 'প্রেমিক', তারপর...

নিজস্ব প্রতিবেদন : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোর করে নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন। কিন্তু তারপর বিয়ে করতে অস্বীকার করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ায়।

আরও পড়ুন, গোপন ক্যামেরায় গৃহবধূর নগ্ন স্নানদৃশ্য তুলে ছড়ানো হল সোশ্যাল মিডিয়ায়

জানা গেছে, অভিযুক্ত যুবক স্নাতক শ্রেণির ছাত্র। বেশ কিছুদিন হল তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল চোপড়ার কাচনাডিঙি গ্রামের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্রী ওই কিশোরী। অভিযোগ, শুক্রবার ওই ছাত্রীকে দেখা করার জন্য ডেকে পাঠায় ওই যুবক। এরপরই সুযোগ বুঝে ওই কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় অভিযুক্ত। যারপরই 'অচেতন' হয়ে পড়ে ওই নাবালিকা। সেই সুযোগে ওই ছাত্রীকে বাগানের মধ্যে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে অভিযুক্ত যুবক।

আরও পড়ুন, চুল কামিয়ে, জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানো হল 'যুগল'কে

পরে বাগানের মধ্যে থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে তার বাড়ির লোক। জ্ঞান আসার পর বাড়িতে সবকথা খুলে বলে সে। এরপরই ওই ছাত্রীর বাড়ির লোক ও স্থানীয় মহিলা সমিতির মহিলারা অভিযুক্ত যুবকের বাড়িতে চড়াও হয়। ওই কিশোরীকে বিয়ে করার জন্য অভিযুক্ত যুবকের কাছে দাবি জানান তাঁরা। অভিযোগ, এরপরই পাল্টা তাঁদের উপর চড়াও হয় অভিযুক্ত যুবক ও তার বাড়ির লোক।

.