Kaizer Ahamed: 'DA আন্দোলনকারীরাই ভোট করাবে, চাপে রাখতে হবে তাদের', হুঁশিয়ারি কাইজারের

 ভাঙড় আছে ভাঙড়েই। তিনটি অঞ্চলে পঞ্চায়েতে প্রার্থী দিয়ে দেখাক বিজেপি। প্রার্থীদের বাড়িতেই থাকতে হবে। এমনই সুর চড়ালেন কাইজার। শওকত মোল্লার নেতৃত্বে তৃণমূলের মৌন মিছিলের আগে কাইজার আহমেদের গলায় হুমকির সুর। তাদের দাবি, কাইজার-আরাবুল ছাড়া ভাঙড়ে রাজনীতি সম্ভব নয়। এদিন খানিকটা হুমকির সুরই ছিল কাইজারের গলায়।

Updated By: Mar 16, 2023, 02:53 PM IST
Kaizer Ahamed: 'DA আন্দোলনকারীরাই ভোট করাবে, চাপে রাখতে হবে তাদের', হুঁশিয়ারি কাইজারের
ফোটো- ফেসবুক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভাঙড় আছে ভাঙড়েই। তিনটি অঞ্চলে পঞ্চায়েতে প্রার্থী দিয়ে দেখাক বিজেপি। প্রার্থীদের বাড়িতেই থাকতে হবে। এমনই সুর চড়ালেন কাইজার। শওকত মোল্লার নেতৃত্বে তৃণমূলের মৌন মিছিলের আগে কাইজার আহমেদের গলায় হুমকির সুর। তাদের দাবি, কাইজার-আরাবুল ছাড়া ভাঙড়ে রাজনীতি সম্ভব নয়। এদিন খানিকটা হুমকির সুরই ছিল কাইজারের গলায়। দলীয় সভায় তিনি প্রকাশ্যেই ভোটের কাজে আশা সরকারি কর্মীদের 'চাপে রাখার' নির্দেশ দিলেন দলীয় কর্মীদের।

আরও পড়ুন, Malda: বুথ কমিটির বৈঠকে ধুন্ধুমার! প্রার্থী বাছাইকে কেন্দ্র করে মারপিট তৃণমূলের অন্দরে

তাঁর কথায়, 'ভাঙড়ে আরাবুল-কাইজারকে বাদ দিয়ে রাজনীতি সম্ভব নয়। যারা ভাবছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। DA আন্দোলনকারীরাই ভোট করাতে আসবেন। বুথে এসেও বিরক্ত করবেন তাঁরা। ওদের মাংস খাওয়ালে হবে না, চাপে রাখতে হবে।' কাইজারের চ্যালেঞ্জ, প্রার্থী হয়ে বাড়িতেই থাকতে হবে বিজেপিকে। আবারও বিস্ফোরক মন্তব্য কাইজার আহমেদের। এদিন তিনি আরও বলেন, ভাঙরে কাইজার আহমেদ, আরাবুল ইসলাম ছাড়া কেউ নেই। যারা আমাদের সঙ্গে নেই তারা মূর্খের মতন কাজ করবে। 

এক কর্মী সভায় বলেন, ডিএ জন্য চাকরি প্রার্থীরা যারা আন্দোলন করছে তারা ভোটে প্রিসাইডিং অফিসার হয়ে আসবে। তারাই ভোট করাবে। তারা এখন থেকে বলছে, ডিএ দাও, ভাতা দাও, বেশি বেশি টাকা দাও, না হলে ভোট করাতে যাব না। এরা সব ডিস্টার্ব। এখন আসলে ডিস্টার্বেন্স ছাড়াতে হবে। ভোট বুথে এদের নজর রাখবি। মুরগির মাংস বা হেন তেন খাওয়াবি না। বুথের মধ্যে সে আমরা ঠিকঠাক করে নেবো।

অন্যদিকে, শান্তিপূর্ণভাবে ভাঙড়ে পঞ্চায়েত ভোটের আর্জি শওকত মোল্লার। কাইজারের কথাকে সমর্থন করে না দল। মানুষের রায় নিয়েই নির্বাচনে ভাল ফল করবে তৃণমূল। এমনই দাবি ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষককের। 

 

আরও পড়ুন, Civic Volunteer: সরকারি প্রাথমিক স্কুলে পড়াবেন সিভিক ভলান্টিয়াররা...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.