ডোমকলে তৃণমূলনেতা খুনে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব কমিশনের

আদৌ কি এটা রাজনৈতিক কারণে খুন? জেলাশাসকের কাছে রিপোর্ট চাইল কমিশন। 

Updated By: Mar 19, 2019, 02:15 PM IST
ডোমকলে তৃণমূলনেতা খুনে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব কমিশনের

নিজস্ব প্রতিবেদন: ডোমকলের তৃণমূল নেতা খুনের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। আদৌ কি এটা রাজনৈতিক কারণে খুন? জেলাশাসকের কাছে রিপোর্ট চাইল কমিশন। দ্রুত তথ্য সমেত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

 

মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল কর্মী খুনের ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে আটক করেছে পুলিস। ঘটনায় ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বাকিদের খোঁজে গ্রাম জুড়ে চলছে তল্লাশি। ঘটনার পর থেকে থমথমে এলাকা। নেতা খুনে উঠে আসছে সুপারি-যোগ। রাজনৈতিক শত্রুতাতেই খুন হয়েছেন আলতাব, প্রাথমিক তদন্তের পর নিশ্চিত পুলিস। 

'অনেকদিন ধরেই প্রাণভয় ছিল, দলও সেকথা জানত', আফশোস ডোমকলের নিহত তৃণমূলনেতার স্ত্রীর
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় সাহাদিয়ার স্কুলে লোকসভা নির্বাচন সংক্রান্ত সভা ছিল। সভা সেরে একটি মোটরবাইকে বাড়ি ফিরছিলেন আফতাব ও সাবির। সেই সময়ে উল্টো দিক থেকে একটি ভ্যান ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে যান আফতাব। এরপর কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় আফতাবের। 
সোমবার রাতের ঘটনার পর থেকেই থমথমে ডোমকল। এলাকা জুড়ে চলছে তল্লাশি।

 

.