প্রসবের সময় ছিঁড়ল শিশুর মাথা, পরিবারকে না জানিয়ে ব্যাগে ভরে দেওয়া হল সেই দেহাংশ

প্রসবের সময় ছিঁড়ে গেল শিশুর মাথা। পরিবারকে না জানিয়ে ব্যাগে ভরে হাতে দেওয়া হল সেই দেহাংশ। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মুর্শিদাবাদের ধূলিয়ানে। তদন্তের নির্দেশ জেলা স্বাস্থ্যকর্তার।শুক্রবার মুর্শিদাবাদে ধূলিয়ানে অনুপনগর স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার অভিজিত দাশগুপ্তর অধীনে ভর্তি হন সুতির বাসিন্দা আলোতি বিবি। শনিবার সকালে তাঁকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের গাফিলতিতে প্রসবের সময় সদ্যোজাতর মাথা ছিঁড়ে যায়। কিছু না জানিয়ে শিশুর মাথাটি ব্যাগে ভরে তাদের দেওয়া হয়। ব্যাগ সাবধানে রাখতে বলা হলেও ব্যাগে কী আছে তা জানায়নি স্বাস্থ্যকেন্দ্র।

Updated By: Apr 29, 2017, 07:26 PM IST
 প্রসবের সময় ছিঁড়ল শিশুর মাথা, পরিবারকে না জানিয়ে ব্যাগে ভরে দেওয়া হল সেই দেহাংশ

ওয়েব ডেস্ক: প্রসবের সময় ছিঁড়ে গেল শিশুর মাথা। পরিবারকে না জানিয়ে ব্যাগে ভরে হাতে দেওয়া হল সেই দেহাংশ। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মুর্শিদাবাদের ধূলিয়ানে। তদন্তের নির্দেশ জেলা স্বাস্থ্যকর্তার।শুক্রবার মুর্শিদাবাদে ধূলিয়ানে অনুপনগর স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার অভিজিত দাশগুপ্তর অধীনে ভর্তি হন সুতির বাসিন্দা আলোতি বিবি। শনিবার সকালে তাঁকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের গাফিলতিতে প্রসবের সময় সদ্যোজাতর মাথা ছিঁড়ে যায়। কিছু না জানিয়ে শিশুর মাথাটি ব্যাগে ভরে তাদের দেওয়া হয়। ব্যাগ সাবধানে রাখতে বলা হলেও ব্যাগে কী আছে তা জানায়নি স্বাস্থ্যকেন্দ্র।

আরও পড়ুন সোনার দোকানের মালিকের রহস্যমৃত্যু

মহিলার অবস্থা খারাপ থাকায় তাঁকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সা সম্ভব না হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে মায়ের দেহ থেকে মাথা ছেঁড়া শিশুটিকে বের করা হয়। সন্তান মারা গেছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে এখন নিজের জীবনের জন্য লড়াই করছেন সুতির আলোতি বিবি।

আরও পড়ুন  বর্ধমানে ২ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ৪

.