করোনা আতঙ্ক, ভারত ভুটান সীমান্তে জয়গাঁও থানা সিল

 থানার মূল গেট বন্ধ থাকায় স্বভাবতই শনিবার থানামুখো কেউ হননি ৷ জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি টেলিফোনে বলেন, “স্বাস্হ্য দফতরের পক্ষ থেকে থানার বাইরে কাজ কর্ম চালিয়ে যাওয়ার জন্য বলেছে ৷ সে দিকটাই ভেবে দেখা হচ্ছে৷”

Updated By: Aug 1, 2020, 05:00 PM IST
করোনা আতঙ্ক, ভারত ভুটান সীমান্তে জয়গাঁও থানা সিল
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  ভারত -ভুটান সীমান্তের জয়গাঁও থানা সিল করে দেওয়া হল৷ থানার দুই আধিকারিকের করোনা পজেটিভ আসার পরেই থানার মূল গেটে জেলা স্বাস্হ্য দফতরের পক্ষ থেকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করেন৷

 থানার মূল গেট বন্ধ থাকায় স্বভাবতই শনিবার থানামুখো কেউ হননি ৷ জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি টেলিফোনে বলেন, “স্বাস্হ্য দফতরের পক্ষ থেকে থানার বাইরে কাজ কর্ম চালিয়ে যাওয়ার জন্য বলেছে ৷ সে দিকটাই ভেবে দেখা হচ্ছে৷”

চোখের সামনে ভেঙে পড়ল জাহাজ তৈরির কারাখানার দৈত্যাকার ক্রেন, মৃত  কমপক্ষে ১১ শ্রমিক
তবে এদিন থানার ভবনটিকে স্যানিটাইজ করা হয়নি৷ অন্য দিকে জয়গাঁও উন্নয়ন পর্ষদের অফিসটিও বন্ধ করে দেওয়া হয়েছে৷ এই অফিসেরও এক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন ৷

.