রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৪১, মৃতের সংখ্যা বেড়ে ৫০

এখনও পর্যন্ত হাসপাতাল আইসোলেশনে ভর্তি রয়েছেন ৩০২ জন

Updated By: May 3, 2020, 09:45 PM IST
রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৪১, মৃতের সংখ্যা বেড়ে ৫০
ছবি-প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: গত এক সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ২০০ রোগী বাড়ি ফিরেছেন এম আর বাঙ্গুর হাসপাতাল থেকে। এদের মধ্যে শনিবারই বাড়ি ফিরেছেন ৪৬ জন রোগী। এর মধ্যেই খারাপ খবর হল রবিবার রাজ্যে করোনা আক্রান্ত হলেন আরও ৪১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হল আরও ২ জনের। সবে মিলিয়ে রবিবার পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫০। এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের বুলেটিনে।

আরও পড়ুন-রেড জোন: লকডাউনে কোন কোন পরিষেবা মিলবে, খোলা থাকবে কোন দোকানগুলি?

রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া ওই বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় কোনও করোনা রোগী ছাড়া পাননি। ঘরে অবসার্ভেশনে রয়েছেন ৬৯৩৫ জন।

এখনও পর্যন্ত ৬২৩৬৫ জনের ওপরে নজরদারি শেষ করা হয়েছে।
এখনও পর্যন্ত হাসপাতাল আইসোলেশনে ভর্তি হয়েছেন ৪৫৩২ জন

হাসপাতাল আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৪২৩০ জন।

এখনও পর্যন্ত হাসপাতাল আইসোলেশনে ভর্তি রয়েছেন ৩০২ জন।

এখনও পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ১৫৮১১ জন।

আরও পড়ুন-দিনহাটায় তৃণমূলের ত্রাণের গাড়ি আটকালো পুলিস; সবটাই নাটক, বললেন বিজেপি সাংসদ

এদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী

গত ৩০ এপ্রিল রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল ৫৭২

১ মে আক্রান্ত হন আরও ৫৭ জন।

২ মে আক্রান্ত ৭০ জন।

৩ মে আক্রান্ত ৪১ জন।

.