সংক্রমণ বেড়েই চলেছে দক্ষিণের ২ জেলায়, রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৬০০০ পার

রাজ্য সরকার করোনা বুলেটিনে জানিয়েছে, গত একদিনে রাজ্যে ৩,৯৮৩ করোনা রোগীর সংখ্যা ধরলে এখনও পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩,২১,০৩৬

Updated By: Oct 18, 2020, 09:36 PM IST
সংক্রমণ বেড়েই চলেছে দক্ষিণের ২ জেলায়, রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৬০০০ পার
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: শুরু থেকেই আতঙ্ক ছড়াছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি। সেই গতি কমার কোনও লক্ষণ এখনও নেই। রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কলকাতায়(৬৯,৪৮৮)। অন্যদিকে, কলকাতার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে উত্তর ২৪ পরগনা(৬৪,৭৮০)।

আরও পড়ুন-কয়েকটি রাজ্যে শুরু হয়েছে করোনার গোষ্ঠী সংক্রমণ, মেনে নিলেন হর্ষ বর্ধন

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৮১৩ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৩৮ জন, মৃত ১৭। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩,৯৮৩ জন। এর মধ্যে ১৬৫১ জনই ওই দুই জেলার।

কলকাতা ও উত্তর ২৪ পরগনাকে বাদ দিলে, দক্ষিণ ২৪ পরগনায় এখনও পর্যন্ত আক্রান্ত ২১,৩৮০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০২ জন। হাওড়ায় গত একদিনে আক্রান্ত হয়েছেন ২৬৯ জন, হুগলিতে আক্রান্ত ১৪৮ জন, পূর্ব মেদিনীপুরে  ১৪০, পূর্ব বর্ধমানে ৯২, পশ্চিম মেদিনীপুরে ১৬৬ জন।

আরও পড়ুন-নতুন কোনও সমস্যা নেই, সৌমিত্র-ভক্তদের মন ভাল করা খবর দিলেন চিকিত্সকরা

রাজ্য সরকার করোনা বুলেটিনে জানিয়েছে, গত একদিনে রাজ্যে ৩,৯৮৩ করোনা রোগীর সংখ্যা ধরলে এখনও পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩,২১,০৩৬।  হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,৮১,০৫৩ জন। সক্রিয় করোনা আক্রান্ত ৩৩,৯২৭। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৪ জনের। রাজ্যে এখনও পর্যন্ত মোট মৃত্যু ৬,০৫৬।

.