CPM Leader Suicide: বাড়ির ছাদে পিস্তলের গুলিতে আত্মঘাতী সিপিএম নেতা!
পরিবারের লোকেদের দাবি, বেশ কয়েকদিন ধরেই নাকি মানসিক অবসাদ ভুগছিলেন সিপিএম নেতা সামসুজ জামান। কেন? ঘটনার তদন্তে নেমেছে পুলিস।
শ্রীকান্ত ঠাকুর: মানসিক অবসাদ? বাড়িতে নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করলেন সিপিএম নেতা! দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে।
আরও পড়ুন: Bankura: ছাদে ব্যায়াম করার সময় মৃত্যু? পা পিছলে নীচে পড়ার মধ্যে রহস্যের গন্ধ...
স্থানীয় সূত্রের খবর, মৃত সিপিএম নেতার নাম সামসুজ জামান। বয়স সত্তরের কোঠায়। বাড়ি, হরিরামপুরের পুন্ডরী পঞ্চায়েতের সোনাহান গ্রামে। হরিরামপুর পঞ্চায়েত সমিতি তখন ছিল সিপিএমের দখলে। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ছিলেন সামসুজ।
পরিবারে লোকের জানিয়েছেন, এদিন সকালে পিস্তল নিয়ে বাড়ির ছাদে ওঠে যান ওই সিপিএম নেতা। তারপর নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন! গুলি শব্দ শুনে ছাদে গিয়ে তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সামসুজ। হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
তারপর? খবর দেওয়া হয় হরিরামপুর থানায়। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে বালুরঘাট হাসপাতালে। পরিবারের লোকেদের দাবি, বেশ কয়েকদিন ধরেই নাকি মানসিক অবসাদ ভুগছিলেন সিপিএম নেতা সামসুজ জামান। কেন? ঘটনার তদন্তে নেমেছে পুলিস।
পঞ্চায়েত ভোট তখন দোরগোড়ায়। পশ্চিম মেদিনীপুরের সবং-এ উদ্ধার হয়েছিল বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ। কীভাবে মৃত্যু? খুন নাকি আত্মহত্যা? দানা বেঁধেছিল রহস্য।
আরও পড়ুন: Lord Vishnu Recovered: পুকুর কাটতে গিয়ে উঠে এল বিরল বিষ্ণু মূর্তি, খবর পেয়ে ছুটে এল পুলিস, তারপর...