বাগডোগরা বিমানবন্দরে হাতাহাতি, সিআরপিএফ জওয়ানের হাতে কামড় এসবি অফিসারের
কর্তব্যরত সিআরপিএফ জওয়ানের হাতে কামড়ে দেওয়ার অভিযোগ উঠল স্পেশাল ব্রাঞ্চের এক আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাস্থল বাগডোগরা বিমানবন্দর।
নিজস্ব প্রতিবেদন: কর্তব্যরত সিআরপিএফ জওয়ানের হাতে কামড়ে দেওয়ার অভিযোগ উঠল স্পেশাল ব্রাঞ্চের এক আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাস্থল বাগডোগরা বিমানবন্দর।
আরও পড়ুন-রাম মন্দির নির্মাণে শীঘ্রই দেওয়া হবে জমি, দ্রুত কাজ করবে ট্রাস্ট
সুত্রের খবর, অভিযুক্ত সোমা সাহা কলকাতা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার। রবিবার বিকেল ৫টা ৪৫মিনিট নাগাদ এয়ার এশিয়ার বিমানে বাগডোগরা পৌঁছান। টার্মিনালের বাইরে এসে ফের ভেতরে প্রবেশ করতে চান। সেই সময়ই তাঁকে বাধা দেন কর্তব্যরত সিআরপিএফ জওয়ান রানু সিনহা বাবু।
বাধা পেয়েই দুজনের মধ্যে বেধে যায় বচসা। অভিযোগ, সেই বচসা হাতাহাতিতে গড়ায়। এর মধ্যেই সিআরপিএফ জওয়ানের হাতে কামড় বসান সোমা। তড়িঘড়ি অন্যান্য সিআরপিএফ জওয়ানরা এসে পরিস্থিতি সামাল দেন।
আরও পড়ুন-হুগলির শিয়াখালায় পথদুর্ঘটনা, নিহত বারাসতের তৃণমূল কাউন্সিলর-সহ ২
বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় রানুকে। এনিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনার তদন্তে সিআরপিএফ ও পুলিশ ।